টসে জিতল নিউজিল্যান্ড, মরণ-বাঁচন ম্য়াচে আগে বল করছে পাকিস্তান

  • টসে জিতল নিউজিল্যান্ড
  • আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল
  • দুই দলই এদিন প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে

 

বৃষ্টি না হলেও এজবাস্টনের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। মাঠ ভেজা থাকায় টস হল এক ঘন্টা দেরিতে। তবে ম্যাচ পুরো ১০০ ওভারই হবে বলে জানিয়েছন আম্পায়াররা। টে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কেইন উইলিয়ামসন। সরফরাজ আহমেদ জানিয়েছএন, টসে জিতলে তারাও আগে ব্যাচট করতেন। তবে দলের বোলিং আক্রমণ ভাল বলে আগে বল করতেও অসুবিধা হবে না বলেই দাবি করেছেন তিনি।

কেইন উইলিয়ামসন জানিয়েছেন, এজবাস্টনের পিচ ইতিমধ্যেই ব্যবহৃত এবং সঙ্গে ঠান্ডা রয়েছে। তাই ক্রমে পিচ মন্থর হয়ে যেতে পারে। তার জন্যই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।  

Latest Videos

এদিন কিউই দলে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল সুযোগ পেতে পারেন বলে জল্পনা ছিল। কেইন জানিয়েছেন দলের মধ্যেও এই নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু তার পরেও একই দল নিয়ে খেলছে নিউজিল্যান্ড। অপরিবর্তিত রয়েছে পাকিস্তানের প্রপথম একাদশও।

দুই দলের এই দিনের প্রথম একাদশ

নিউজিল্যান্ড

মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, কেইন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

পাকিস্তান

ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, হ্যারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, শাহিন আফ্রিদি, মহম্মদ আমির।

 

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari