খবরটা পেয়েই মা ছুটেছিলেন মন্দিরে! চাহাল টিভি-তে খোলামেলা ঋষভ

শনিবার খেলার সম্ভাবনা রয়েছে পন্থের। তার আগে চাহাল টিভিতে খোলামেলা বিশ্বকাপে সুযোগ না পাওয়া ও পাওয়া নিয়ে মনোভাব জানালেন তিনি। জানালেন সুযোগ না পেয়ে আরও বেশি করে ক্রিকেটে মন গিয়েছিলেন। আর সুযোগ পাওয়ার খবর পেয়েই মা গিয়েছিলেন মন্দিরে।  

 

বিশ্বকাপের দলে তাঁর সুযোগ পাওয়াটা তাঁর একেবারেই ভাগ্যের সহায়তায়। প্রথমে তাঁকে দলে রাখা হয়নি। কিন্তু তাতেও তিনি ভেঙে পড়েননি বরং ইতিবাচক থেকে আরও ভাল খেলার চেষ্টা করেছিলেন - বিসিসিআই-এর পোস্ট করা একটি ভিডিওয় যুজবেন্দ্র চাহালের নেওয়া সাক্ষাতকারে, এই কথাই জানিয়েছেন ঋষভ পন্থ।

চাহালের এই সাক্ষাতকার নেওয়া ভারতীয় সমর্থকদের কাছে চাহাল টিভি নামে পরিচিত। সেখানে ঋষভ জানান, বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে তিনি মনে করেছিলেন তাংর খেলায় খামতি রয়েছে। কিন্তু সেই নিয়ে বেশই ভাবিত না হয়ে তিনি নিজেকে ক্রিকেটে আরও বেশি করে ডুবিয়ে দিয়েছিলেন। আইপিএল ভাল খেলায় মন দেন। অনুশীলনও বাড়িয়ে দিয়েছিলেন।

Latest Videos

ভারতের এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান চাহালকে আরও জানান, ভারতের প্রত্যেক ক্রিকেটারই স্বপ্ন দেখেন দেশকে জেতানোর। শিখর ধাওয়ানের আঙুলের চোট তাঁর সামনে সেই সুযোগ এনে দিয়েছে। তাঁকে প্রথমে কিন্তু ধাওয়ানের ‘কভার’ হিসাবেই ইংল্য়ান্ডে ডাকা হয়েছিল। পরে ধাওয়ান একেবারেই খেলতে পারবেন না নিশ্চিত হওয়ার পর পন্থকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেই ডাক যখন এসেছিল তখন তাঁর সঙ্গে তাঁর মা উপস্থিত ছিলেন। খবরটা পেয়েই তাই মাকেই প্রথম জানান পন্থ। তারপরই তাঁর মাকে মন্দিকরে গিয়েছিলেন পুজো দিতে। তিনি আরও জানান, একজন ক্রিকেটার হিসাবে তিনি সবসময়ই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতেন। পড়ে পাওয়া চোদ্দ আনার মতো সুযোগ যখন এসেছে, তখন তার পূর্ণ সদ্ব্যবহার করতে চান তিনি।

Share this article
click me!

Latest Videos

Shankar Ghosh : বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি বিধায়করা, দেখুন কী বলছেন শঙ্কর ঘোষ
'এটাই শেষ লড়াই আমাদের' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari Baruipur Rally
‘Mamata Banerjee-র বিদায়েই মুক্তি Sanatani সমাজের!’ Tamluk থেকে Suvendu Adhikari-র তীব্র হুঁশিয়ারি
Nadia News: ভোটের আগে তোলপাড় Nadia! রাস্তার ধারে মিলল বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়
'অনেক মার খেয়েছি এবার বদল চাই দাদা' BJP মহিলা কর্মীর আর্তি শুভেন্দুকে | Suvendu Adhikari Baruipur