কপিল থেকে কালিস যা পারেননি, তাই করে দেখালেন সাকিব! বিশ্বকাপে হল অনন্য ডাবল

Published : Jun 25, 2019, 01:57 AM IST
কপিল থেকে কালিস যা পারেননি, তাই করে দেখালেন সাকিব! বিশ্বকাপে হল অনন্য ডাবল

সংক্ষিপ্ত

এক অনন্য বিশ্বকাপ রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ১০০০ রান ও ৩০ উইকেটের 'ডাবল' পূর্ণ করলেন। এদিন ব্যাট হাতে ৫১ রান ও বল হাতে ৫ উইকেট নেন তিনি। এই ব্যাপারে তিনি হলেন দ্বিতীয় ক্রিকেটার।  

সম্ভবত জীবনের সেরা ফর্মে আছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ব্য়াট হাতে আরও একটি অর্ধশতরান করলেন তিনি। আর তারপর বল হাতে নিলেন ২৯ রানে ৫ উইকেট! আর এর ফলেই এক অনন্য বিশ্বকাপ রেকর্ড গড়লেন তিনি। এদিন বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ১০০০ রান ও ৩০ উইকেটের 'ডাবল' পূর্ণ করলেন।

এই রেকর্ড গড়তে অবশ্য সাকিবের দরকার ছিল ৩৫ রান ও ২টি উইকেট। এদিন ম্যাচে অর্ধশতরান (৫১) করায় প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রান করেছিলেন। আর বল করতে এসে প্রথমে রহমত শাহ ও তারপর আফগান অধিনায়ক গুলবদিন নইবকে ফেরানোর পরই এই কীর্তি স্থাপন হয়ে যায়।

যদিও এখানেই থামেননি, সাকিব। ২ উইকেটের পরও একই ওভারে পর পর মহম্মদ নবি ও আসগর আফগানকেও ফিরিয়ে বিশ্বকাপে একই ম্যাচে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অর্ধশতরান ও ৫ উইকেট দখল করার কৃতিত্বের অধিকারী হন। ২০১১ সালে প্রথম এই কীর্তি গড়েন যুবরাজ সিং। স্বাভাবিকভাবেই এদিন ম্যাচের সেরা তাঁকেই বেঁছে নেওয়া হয়।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?