কপিল থেকে কালিস যা পারেননি, তাই করে দেখালেন সাকিব! বিশ্বকাপে হল অনন্য ডাবল

এক অনন্য বিশ্বকাপ রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ১০০০ রান ও ৩০ উইকেটের 'ডাবল' পূর্ণ করলেন। এদিন ব্যাট হাতে ৫১ রান ও বল হাতে ৫ উইকেট নেন তিনি। এই ব্যাপারে তিনি হলেন দ্বিতীয় ক্রিকেটার।

 

সম্ভবত জীবনের সেরা ফর্মে আছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ব্য়াট হাতে আরও একটি অর্ধশতরান করলেন তিনি। আর তারপর বল হাতে নিলেন ২৯ রানে ৫ উইকেট! আর এর ফলেই এক অনন্য বিশ্বকাপ রেকর্ড গড়লেন তিনি। এদিন বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ১০০০ রান ও ৩০ উইকেটের 'ডাবল' পূর্ণ করলেন।

এই রেকর্ড গড়তে অবশ্য সাকিবের দরকার ছিল ৩৫ রান ও ২টি উইকেট। এদিন ম্যাচে অর্ধশতরান (৫১) করায় প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রান করেছিলেন। আর বল করতে এসে প্রথমে রহমত শাহ ও তারপর আফগান অধিনায়ক গুলবদিন নইবকে ফেরানোর পরই এই কীর্তি স্থাপন হয়ে যায়।

Latest Videos

যদিও এখানেই থামেননি, সাকিব। ২ উইকেটের পরও একই ওভারে পর পর মহম্মদ নবি ও আসগর আফগানকেও ফিরিয়ে বিশ্বকাপে একই ম্যাচে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অর্ধশতরান ও ৫ উইকেট দখল করার কৃতিত্বের অধিকারী হন। ২০১১ সালে প্রথম এই কীর্তি গড়েন যুবরাজ সিং। স্বাভাবিকভাবেই এদিন ম্যাচের সেরা তাঁকেই বেঁছে নেওয়া হয়।

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি