উইকেট নিয়েই স্যালুট করেন কটরেল, কেন এই অভিনব উদযাপন, জানেন

  • বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনি মোট ৩টি উইকেট নিয়েছেন
  • প্রতিটি উইকেট নেওয়ার পরই তিনি সামরিক কায়দায় স্যালুট করেন
  • ক্রিকেটের পাশাপাশি তিনি জামাইকার সেনা সদস্যও বটে
  • ক্রিকেট কোচিং ক্যাম্পে গিয়ে বাচ্চাদেরও তিনি এই উদযাপনের ভঙ্গী শিখিয়েছেন

 

amartya lahiri | Published : Jun 7, 2019 12:07 PM IST

বৃহস্পতিবার শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি ওয়েস্টইন্ডিজ। যদিও একেবারে শেষ পর্যন্ত লড়াইতে ছিল তারা। ম্যাচের শুরুটা অবশ্য হয়েছিল একেবারে অন্যভাবে। বাউন্সি উইকেটে দুর্দান্ত জায়গায় বল রাখছিলেন ক্যারিবিয়ান জোরে বোলাররা। যার জেরে মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়েছিল অজিরা। তার মধ্যে দুবার দেখা গিয়েছে শেলডন কটরেলের অভিনব উদযাপন।

ফুটবল মাঠে যেমন গোল করার পর অনেকে বিভিন্ন ভঙ্গীতে উদযাপন করে থাকেন, তেমন ক্রিকেটেও উইকেট নিয়ে বহু বোলারে অভিনব ভঙ্গীতে সাফল্য উদযাপন করতে দেখা যায়। ইমরান তাহির গোটা মাঠ প্রায় দৌড়ে ফেলেন। শোয়েব আখতার উইকেট নিয়ে বাজপাখির মতো দুপাশে হাত মেলে দিতেন। সেই তালিকাতেই নতুন সংযোজন শেলডন কটরেল। উইকেট নিয়েই তিনি দর্শকদের দিকে ঘুরে একেবারে মিলিটারি কায়দায় স্যালুট করেন তিনি।

Latest Videos

এর পেছনে কাহিনিটা কী? কটরেল জানিয়েছেন, তিনি পেশায় সেনাকর্মী। জামাইকান প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য। বাহিনীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনেই তিনি ফউকেট নেওয়ার পর ওই মিলিটারি স্টাইলে স্যালুট করে থাকেন। তিনি জানিয়েছেন উইকেট নিয়ে স্যালুট করতে তাঁর কখনও ভুল হয় না। সেনাবাহিনীতে ট্রেনিং চলার সময় ছয়মাস তিনি অভ্যাস করেছিলেন ওই স্যালুট করা।

আইসিসি বিশ্বকাপ চলাকালীন মূল প্রতিযোগিতার পাশাপাশি আরও নানান আনুষঙ্গিক ইভেন্ট চালাচ্ছে আইসিসি। বাচ্চাদের জন্য কোচিং ক্যাম্প করা হচ্ছে, নাম দেওয়া হয়েছে 'ক্রিকেট ফর গুড'। নটিংহামে সম্প্রতি ক্যারিবিয়ান ক্রিকেটাররা এরকমই এক ক্যাম্পে গিয়েছিলেন, সেখানে গিয়েও বাচ্চাদের আর কিছু শেখান না শেখান ওই অভিনব সেলিব্রেশন কিন্তু শিখিয়ে এসেছেন কটরেল।

এখনও পর্যন্ত ১৫টি একদিনের ক্রিকেট খেলে ২০টি উইকেট দখল করেছেন কটরেল। বিশ্বকাপে ২ ম্যাচে তাঁর শিকার ৩ উইকেট। বৃহস্পতিবার বাউন্ডারি লাইনে তিনি স্টিভ স্মিথকে একটি দারুণ ক্যাচে ফিরিয়েও দেন। ওই ক্যাচ নেওয়ার পরও তাঁকে একইভাবে স্যালুট করতে দেখা গিয়েছে।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024