সচিন পড়লেন পিছনে, ম্যাঞ্চেস্টার মহারণেই বিশ্বরেকর্ড কিং কোহলির

  • আরও এক বিশ্বরেকর্ড কোহলির
  • ১১০০০ ওডিআই রান পূর্ণ হল তাঁর
  • এই ব্যাপারে তিনিই হলেন দ্রুততম
  •   টপকে গেলেন সচিন তেন্ডুলকারকে

 

amartya lahiri | Published : Jun 16, 2019 1:13 PM IST / Updated: Jun 16 2019, 06:45 PM IST

দরকার ছিল মাত্র ৫৭ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচেই হয়ে যাবে মনে করা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যাওয়ায় আরও একটু অপেক্ষা করতে হয়। অবশেষে আইকনিক ভারত-পাক বিশ্বকাপ ম্যাচেই ভারত অধিনায়ক বিরাট কোহলি ভাগ বসালেন সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ডে।

এদিন ২২২ ইনিংসেই তিনি একদিনের ক্রিকেটে ১১০০০ রানের গণ্ডি পার করলেন। ফলে 'মাস্টার ব্লাস্টার' কে টপকে 'চেজ মাস্টার'-ই হলেন ১১০০০ রানের শিখরে পৌঁছনো দ্রুততম ব্যাটসম্যান। এই ম্যাচের আগে ২২১ ইনিংসে তাঁর রান ছিল ১০৯৪৩।

এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মাত্র ৮ জন ব্যাটসম্যান ১১০০০ রানের শিখরে পা রেখেছেন। এর মধ্যে দুইজন ভারতীয় - সচিন তেন্ডুলকার ও সৌরভ গঙ্গোপাধ্যায়। একদিনের ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের রান ১১৩৬৩। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৮২, এই প্রতিবেদন লেখা সময়ে বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ রাখা হয়েছে। আপাতত তিনি ৬২ বলে ৭১ রানে অপরাজিত। এইভাবে খেলে গেলে কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তিনি সৌরভের রান টপকে যাবেন।

 

Share this article
click me!