রবিবার ভারত পাকিস্তান ম্যাচেই বিশ্বকাপ অভিষেক হয়েছে বিজয় শঙ্করের। ভারতীয় শিবির থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, এদিন চার নম্বর ব্যাটসম্যানের জায়গায় সুযোগ পেতে চলেছেন বিজয় শঙ্কর। পাকিস্তান ম্যাচে কোনও ভারতীয় ক্রিকেটারের বিশ্বকাপ অভিষেক হচ্ছে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আর এই অভুতপূর্ব ঘটনাকে স্মরণীয় করে রাখতে বিজয় শঙ্করকে নিয়ে নতুন গান বাঁধা হল।
প্রতি ম্যাচেই ভারতীয় ফ্যান গ্রুপ ভারত আর্মির সদস্যরা গ্যালারি মাতিয়ে রাখেন। ঢাক, ঢোল গ্রাম নিয়ে তাঁরা মাঠে আসেন। পরণে থাকে ভারতের জার্সি বা জাতীয় পতাকার তেরঙ্গা রঙের পোষাক। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও তাঁদের খুব ভাল সম্পর্ক। ক্রিকেটারদের নিয়ে মজার মজার গান বাঁধেন তাঁরা। বিদেশের মাটিতে অনেক সময়ই তাঁদের সুরে ভারতীয় ক্রিকেটারদের পা মেলাতে দেখা গিয়েছে। গত বছর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জেতার পরও সেই দৃশ্য় দেখা গিয়েছিল।
এদিন বিশ্বকাপে ভারতের তরুণ অলরাউন্ডার বিজয় শঙ্করকেও এক নতুন গানে বরণ করে নিলেন তাঁরা। মাঠে ঢোকার আগে আইসিসি-র প্রতিনিধিকে শুনিয়েও গেলেন সেই গান।
এদিন টসের সময় বিরাট কোহলি জানান, বিজয়ের দলে অন্তর্ভু্ক্তির কথা। বিশ্বকাপের দল ঘোষণার সময়ে বিজয়কে ত্রিমাত্রিক ক্রিকেটার হিসেবে বর্ণনা করেছিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। এদিন বিরাটও বলেন, ব্যাটিং-এর পাশাপাশি বোলিং এবং ফিল্ডিং-এও দারুণ দক্ষ শঙ্কর।