শেষ ম্যাচে শুরু থেকেই গেইল শো! নেভার আগে জ্বলে ওঠার ইঙ্গিত

  • এদিনই বিশ্বকাপে গেইলের শেষ ম্যাচ
  • সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল ওয়েস্টইন্ডিজ
  • দুই দলেই হয়েছে দুটি করে পরিবর্তন

amartya lahiri | Published : Jul 4, 2019 9:49 AM IST

এদিনই বিশ্বকাপে শেষবার খেলছেন কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। হেডিংলেতে এদিন মুখোমুখি বিশ্বকাপের পয়েন্ট তালিকার শেষ দুই দল - আফগানিস্তান ও ওয়েস্টইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিল ক্।যারিবিয়ানরা। মানে এদিন একেবারে শুরু থেকেই লিডসের মাঠে গেইল শো।

এদিন দুই দলই দুটি করে পরিবর্তন করেছে। ক্যারিবিয়ান দলে সুনিল অম্বরিশ ও শ্য়ানন গ্যাব্রিয়েলের জায়গায় খেলছেন এভিন লুইস ও কেমার রোট। অন্যদিকে আফগান দলে দৌলত জাদরান ও সইদ শ্রীজাদ খেলছেন হামিদ হাসান ও ঙাশমতউল্লা শগহিদির জায়গায়।

এদিনের দুইদলের প্রথম একাদশ -

ওয়েস্ট ইন্ডিজ - ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েট, ফাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, ওশেন থমাস, কেমার রোচ।

আফগানিস্তান: রহমত শাহ, গুলবদিন নইব, আসগর আফগান, মহম্মদ নবি, সামিউল্লাহ শিনওয়ারি, নাজিবুল্লা জাদরান, ইকরাম আলি খিল, রশিদ খান, দৌলত জাদরান, সইদ শ্রীজাদ, মুজিব উর রহমান।

 

Share this article
click me!