শেষ ম্যাচে শুরু থেকেই গেইল শো! নেভার আগে জ্বলে ওঠার ইঙ্গিত

Published : Jul 04, 2019, 03:19 PM IST
শেষ ম্যাচে শুরু থেকেই গেইল শো! নেভার আগে জ্বলে ওঠার ইঙ্গিত

সংক্ষিপ্ত

এদিনই বিশ্বকাপে গেইলের শেষ ম্যাচ সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল ওয়েস্টইন্ডিজ দুই দলেই হয়েছে দুটি করে পরিবর্তন

এদিনই বিশ্বকাপে শেষবার খেলছেন কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। হেডিংলেতে এদিন মুখোমুখি বিশ্বকাপের পয়েন্ট তালিকার শেষ দুই দল - আফগানিস্তান ও ওয়েস্টইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিল ক্।যারিবিয়ানরা। মানে এদিন একেবারে শুরু থেকেই লিডসের মাঠে গেইল শো।

এদিন দুই দলই দুটি করে পরিবর্তন করেছে। ক্যারিবিয়ান দলে সুনিল অম্বরিশ ও শ্য়ানন গ্যাব্রিয়েলের জায়গায় খেলছেন এভিন লুইস ও কেমার রোট। অন্যদিকে আফগান দলে দৌলত জাদরান ও সইদ শ্রীজাদ খেলছেন হামিদ হাসান ও ঙাশমতউল্লা শগহিদির জায়গায়।

এদিনের দুইদলের প্রথম একাদশ -

ওয়েস্ট ইন্ডিজ - ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েট, ফাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, ওশেন থমাস, কেমার রোচ।

আফগানিস্তান: রহমত শাহ, গুলবদিন নইব, আসগর আফগান, মহম্মদ নবি, সামিউল্লাহ শিনওয়ারি, নাজিবুল্লা জাদরান, ইকরাম আলি খিল, রশিদ খান, দৌলত জাদরান, সইদ শ্রীজাদ, মুজিব উর রহমান।

 

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: আইসিসি-কে ফের চিঠি, স্বাধীন কমিটির হস্তক্ষেপ দাবি বাংলাদেশের
T20 World Cup 2026: ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি?