বিশ্বকাপের আগে আজ ভারতের শেষ ম্যাচ! খেলবেন কি বিজয়-কেদার

  • মঙ্গলবার শেষ অনুশীলন ম্যাচ খেলবে ভারত
  • সামনে বাংলাদেশী টাইগাররা
  • কেদার যাদব, বিজয় শঙ্করকে প্রথম একাদশে দেখা যেতে পারে

মঙ্গলবার কার্ডিফে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্য়াচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপের আগে শেষবার দল কতটা তৈরি তা দেখে নেওয়ার সুযোগ। গত শনিবার কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ৬ উইকেটে পরাজিত হয়েছে। তবে তা নিয়ে বিশেষ ভাবনার কারণ আছে বলে মনে করছে না ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট।  

যেটা বিরাট কোহলি রবি শাস্ত্রীদের চিন্তায় রেখেছে, তা হল কার্ডিফের আবহাওয়া। গত সপ্তাহ জুড়ে কার্ডিফে একটানা বৃষ্টি হয়েছে। গত রবিবার পাকিস্তান-বাংলাদেশ ম্য়াচ করা যায়নি। তবে মঙ্গলবার আকাশ পরিষ্কারই রয়েছে। পুরো ম্যাচ হবে বলেই আশা করা হচ্ছে।

Latest Videos

মিডল অর্ডারই ভারতের একমাত্র চিন্তার বিষয়। অথচ প্রথম প্রস্তুতি ম্যাচে সেই মিডল অর্ডারের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় - চার নম্বরে বিজয় শঙ্কর এবং ছয় নম্বরে কেদার যাদবকেই খেলানো যায়নি। কেদার আইপিএল-এই কাঁধে চোট পেয়েছিলেন। আর বিজয় ইংল্যান্ডে এসে প্রথম দিনই অনুশীলনে খলিল আহমেদের বলে চোট পেয়েছিলেন।

ভালো খবর হল, দুই চোট পাওয়া ব্যাটসম্য়ানকেই সোমবার নেটে পুরো দমে ব্য়াট করতে দেখা গিয়েছে। ফলে মঙ্গলবার বাংলাদেশি টাইগারদের বিরুদ্ধে তাঁদের খেলাটা প্রায় নিশ্চিত বলা যায়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেনিংটন ওভালের বোলার সহায়ক উইকেটে কিউই বোলারদের আক্রমণ সামলাতে পারেননি বিরাট বাহিনী। মঙ্গলবারের ম্যাচে কি হয় সেদিকে চোখ থাকবে গোটা দেশের।

কখন, কোথায় ম্যাচটি দেখা যাবে

ভারত বনাম বাংলাদেশ, বিশ্বকাপের অনুশীলন ম্য়াচ

স্থান: কার্ডিফ

তারিখ: মঙ্গলবার, ২৮ মে ২০১৯

সময়: ভারতীয় সময় দুপুর ৩ টে থেকে

লাইভ টেলিকাস্ট: স্টার নেটওয়ার্ক

অনলাইন স্ট্রিমিং: হটস্টার

দুই দলের সম্পূর্ণ স্কোয়াড

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিজয় শঙ্কর, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা, কেএল রাহুল, দিনেশ কার্তিক(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ও ভুবনেশ্বর কুমার।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মহম্মদ সইফুদ্দিন, মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), মেহেদি হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মহম্মদ মিঠুন, আবু জায়েদ, মোসাদ্দেক হোসেন ।

 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM