ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর সপ্তম ম্যাচ। টসে জিতল আফগানিস্তান। শ্রীলঙ্কাকে আগে ব্য়াট করতে ডাকল। শ্রীলঙ্কার প্রথম একাদশে হল একটি পরিবর্তন।
বিশ্বকাপ ২০১৯-এর সপ্তম ম্যাচে টসে জিতল আফগানিস্তান। শ্রীলঙ্কাকে আগে ব্য়াট করতে ডাকল তারা। এদিন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের পিচ বেশ সবুজ। আবহাওয়াও বোলারদের সাহায্য করতে পারে। এই ভাবনা থেকেই আগে বল করতে চান জানালেন আফগান অধিনায়ক গুলবদিন নইব।
শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে জানালেন, প্রথম ম্যাচ খেলার পর তাঁর ব্যাটাররা এই উইকেটে কীভাবে ব্য়াট করতে হবে তা বুঝে গিয়েছে। এদিনের পিচ ৩০০ রান তোলার মতো নয় বলেই তিনি মনে করেন।
এদিন আফগানিস্তান তাদের প্রথম একাদশ অপরিবর্তিতই রেখে। শ্রীলঙ্কা দলে অবশ্য একটি পরিবর্তন হয়েছে। জীবন মেন্ডিস-এর জায়গায় খেলছেন নুয়ান প্রদীপ।
দুই দলের এদিনের প্রথম একাদশ
শ্রীলঙ্কা: লাহিরু থিরিমানে, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয় ডিসিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, সুরঙ্গ লাকমল, লাসিথ মালিঙ্গা
আফগানিস্তান: মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), হজরতউল্লা জাজাই, রহমত শাহ, হাশমতুল্লা শহিদি, মহম্মদ নবি, গুলবদীন নইব (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান, হামিদ হাসান