বিশ্বকাপ ২০১৯, চুড়ান্ত দল ঘোষণা পাকিস্তানের! হল তিন বদল, থাকল চমকও

Published : May 20, 2019, 06:40 PM IST
বিশ্বকাপ ২০১৯, চুড়ান্ত দল ঘোষণা পাকিস্তানের! হল তিন বদল, থাকল চমকও

সংক্ষিপ্ত

ঘোষিত হল পাকিস্তানের বিশ্বকাপের চুড়ান্ত ১৫ সদস্যের দল আগের ঘোষিত দলের থেকে হল তিন বদল থাকল এক চমকও  

সোমবার ঘোষণা করা হল পাকিস্তানের ১৫ সদস্য়ের ক্রিকেট বিশ্বকাপের দল। আগের ঘোষিত ১৫ জনের দলে হল তিন বদল। জোরে বোলার জুনেইদ খান ও ফহিম আশরাফের বদলে দলে এলেন মহম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ। রিয়াজ পাকিস্তানের হয়ে শেষ ওডিআই খেলেছেন ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাঁকে হঠাত দলে ফিরিয়ে নিয়ে আসায় বিস্মিত ক্রিকেট মহল।

তবে দলের তৃতীয় বদলটির কথা আলাদা করে বলতেই হবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ওডিয়াই ম্য়াচ খেলে উঠেই ২ বছরের শিশু কন্য়ার মৃত্যু সংবাদ পেয়েছিলেন পাক ব্যাটসম্য়ান আসিফ আলি। সোমবার কিছুটা হলেও তাঁর শোকে প্রলেপ পড়তে পারে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্তির খবরে। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আবিদ আলি।

বিশ্বকাপের চুড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ ২২ মে। কিন্তু রবিবার ইংল্য়ান্জের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরের দিনই দল ঘোষণা করল পাকিস্তান।

দেখে নেওয়া যাক পাকিস্তানের বিশ্বকাপ ২০১৯-এর চুড়ান্ত দল -

সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমামুল হক, বাবর আজম, হ্যারিস সোহেল, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মহম্মদ আমির, মহম্মদ হাসানাইন, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, ও শাহিন শাহ আফ্রিদি।

 

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার