বিশ্বকাপ থেকে বিশ্বকাপ - গত চার বছরে জয়-পরাজয়ের পরিসংখ্যানে কারা এগিয়ে

  • বিশ্বকাপের আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি
  • কে জিতবে বিশ্বকাপ, ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন
  • ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া
  • সেই বিশ্বকাপেরল পর থেকে গত চার বছরে জয়-পরাজয়ের পরিসংখ্যানে কারা এগিয়ে

 

আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। তারপরই ইংল্যান্ড ও ওয়েলস-এ শুরু হয়ে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০১৯। তার আগে লন্ডনের বিভিন্ন পাব-বার থেকে কলকাতার চায়ের দোকান সব জায়গাতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটাই আলোচনা চলছে - কে জিতবে এইবারের বিশ্বকাপ? বিশেষজ্ঞরা সবচেয়ে এগিয়ে রাখছেন আয়োজক ইংল্যান্ড ও ভারতকে। এছাড়া বিশ্বকাপের ঠিক আগেই শক্তিশালী দাবিদার হিসেবে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও।

গত বিশ্বকাপ, অর্থাত বিশ্বকাপ ২০১৫ থেকে গত চার বছরের জয়-পরাজয়ের পরিসংখ্যানেও কিন্তু, বাকি আট দলের থেকে অনেকটাই এগিয়ে আছে ইয়ন মর্গান ও বিরাট কোহলির দল।  ২০১৫ বিশ্বকাপের পর থেকে গত চার বছরে দুই দলই ৮৬টি করে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। অদ্ভুতভাবে দুটি দলই জিতেছেও ৫৬টি করেই। তবে জয়-পরাজয়ের অনুপাতে সামান্য হলেও এগিয়ে আছে ইংল্যান্ডই। গত চার বছরে ভারত ২৭টি ম্যাচে পরাজিত হয়েছে। আয়োজক দেশের হারা ম্যাচের সংখ্যা ৪টি কম। এর ফলে ইংল্যান্ডের জয়-পরাজয়ের অনুপাত ২.৪৩৪ এবং ভারতের ২.০৭৪।

Latest Videos

বিশ্বকাপ ২০১৯: ২০১৫ সাল থেকে জয়-পরাজয়ের অনুপাত

দল       ম্যাচ   জয়   পরাজয়   জ/প অনুপাত
ইংল্যান্ড        ৮৬৫৬২৩২.৪৩৪
ভারত         ৮৬৫৬২৭২.০৭৪
দক্ষিণ আফ্রিকা    ৭৪৪৭২৭১.৮০৭
নিউজিল্যান্ড    ৭৬৪৩৩০১.৪৩৩
আফগানিস্তান        ৬১৩৩২৪১.৩৭৫
বাংলাদেশ        ৬১৩২২৫১.২৮
অস্ট্রেলিয়া        ৭৬৩৭ ৩৬১.০২৭
পাকিস্তান        ৭৮৩৫ ৪০০.৮৭৫
ওয়েস্ট ইন্ডিজ    ৬৬১৯৪১০.৪৬০
শ্রীলঙ্কা        ৮৪২৩ ৫৫০.৪১৮

 

উপরের তালিকা দেখলেই বোঝা যাচ্ছে বাকি কোনও দলই ইংল্যান্ড ও ভারতের ধারে কাছেও নেই। অস্ট্রেলিয়া-পাকিস্তান তো পড়ে রয়েছে একেবারে আফগানিস্তান বাংলাদেশেরও নিচে। তবে চার বছর পর বিশ্বকাপ আসতেই ফের একবার গা ঝাড়া দিয়ে উঠেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বোলিং-এর পাশাপাশি, খোয়াজা-ফিঞ্চ-মার্শরা ব্য়াটেও শেষ দুই সিরিজে দারুণ পারফর্ম করেছেন। আইপিএল-এ তো ধুন্ধুমার ব্য়াটিং করেছেন  এক বছরের নির্বাসন কাটিয়ে দলে ফেরা ডেভিড ওয়ার্নার। নির্বাসনে থাকা আরেক ক্রিকেটার স্টিভ স্মিথও অনুশীলন ম্যাচে রানে ফিরেছেন। ফলে গত চার বছরের হতশ্রী পরিসংখ্য়ানের পরও ফের একবার বিশ্বকাপের দাবিদার হিসেবে উঠে এসেছে অস্ট্রেলিয়া।  

 

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury