ভারত-পাক বিশ্বযুদ্ধের মাঝেই প্রেমিকাকে প্রেম নিবেদন, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

  • ভারত-পাক বিশ্বযুদ্ধের মাঝেই প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন এক যুবক
  • গ্যালারি বসেই প্রেম নিবেদন করলেন ওই যুবক
  • পরিয়ে দিলেন আংটি
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Indrani Mukherjee | Published : Jun 22, 2019 7:15 AM IST

মনের মানুষটিকে অনেকদিন ধরেই মনের কথা বলবেন ভাবছেন কিন্তু কিছুতেই পারছেন না। মানে সঠিক দিন-ক্ষণ দেখে উঠতে পারছেন না এই আর কি। তবে আবনার মনে সাহস যোগাতে পারেন এই ব্যক্তি, যিনি ভারত-পাকিস্তান বিশ্বকাপ খেলার মাঝখানেই নিজের মনের মানুষটিকে প্রেম নিবেদন করে বসেছেন।

প্রসঙ্গত ক্রিকেট বিশ্বযুদ্ধে বাইশ গজের মধ্যে যদি থাকে ভারত এবং পাকিস্তানের মতো দল তখন প্লেয়ারদের পাশাপাশি অগণিত ক্রিকেট প্রেমীদের ঠিক কী অবস্থা হয়, সেকথা আলাদা করে বলার কিছুই নেই। যাঁরা টেলিভিশনের পর্দায় খেলা দেখছেন তাঁরা যেমন উত্তেজিত থাকেন তেমনই যাঁরা লাইভ খেলা দেখছেন তাঁদের সেই মুহূর্তের উত্তেজনা তো আরও মারাত্মক।

Latest Videos

কিন্তু সেই উত্তেজনা ও উন্মাদনাকে পিছনে ফেলে রেখে নিজের মনের মানুষকে গ্যালারিতেই প্রেম নিবেদন করে বসলেন এক প্রেমিক। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে গ্যালারিতে বসে খেলা দেখছিলেন ওই মহিলা, আচমকাই তাঁর সামনে আংটি হাতে আসেন তাঁর প্রেমিক, দুজনেই ভারতীয় দলের সমর্থক তাঁরা। প্রেমিককে আংটি হাতে এগিয়ে আসতে দেখে আবেগে ভেসে যান ওই মহিলা। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন এবং প্রেমিক তাঁকে আংটি পরিয়ে দেন। 

 

আর এই দৃশ্য দেখে খেলা ছেড়ে তাঁদেরকে উদ্দেশ করে শুরু হয় হইচই। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অনভিতা জে নামে ওই মহিলা নিজেই তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ভিডিওটি। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেটি।

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের