বিশেষজ্ঞদের অনুমানই ফলে গেল। কিউইরা ধুয়ে মুছে সাফ করে দিল শ্রীলঙ্কাকে। গত শনিবার পাকিস্তানের বিরুদ্ধে জয় এসেছিল ৩ উইকেটের বিনিময়। এদিন একটি উইকেট ওড়না খুইয়ে কিউইরা জয় ছিনিয়ে নিল মাত্র ১৬.১ ওভারের মধ্যে।
বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন কার্ডিফের মাঠে কিউইরাই ফেভারিট। শ্রীলঙ্কার প্রস্তুতি ভাল হয়নি। অন্য দিকে চূড়ান্ত ফর্মে আছে কিউইরা। বিশেষজ্ঞদের কথাই ফলল।
এদিন কার্ডিফে মাত্র ২৯.২ ওভারে ১৩৬ রানে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা উইকেট পড়ে যায়। ম্যাচের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফিরতে হয় লাহিরু থিরিমান্নে কে। ম্যাট হেনরি আউট করেন কুশল মেন্ডিসকেও। এর পর পর পর উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কা দলে। থিসারা পেরেরা ও করুনারত্নে সামান্য় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও মুখ থুবড়ে পড়ে অল্প সময়ের মধ্য়ে।
এই ১৩৬ রান তাড়া করে কি ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো দুজনই হাফ সেঞ্চুরি করেন। দুজনেই ছটি করে চার এবং একটি করে ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ১৬.১ ওভারেই তারা পৌঁছে যান অভিষ্ট লক্ষে।