রোহিত যেন সচিনের কার্বন কপি! কোন মুম্বইকরের আপার কাট বেশি ভাল, বলুন ভিডিও দেখে

 

  • ২০০৩  সালে সেঞ্চুরিয়ানে মেরেছিলেন সচিন
  • ২০১৯ সালে ম্যাঞ্চেস্টারে মারলেন রোহিত শর্মা
  • প্রতিপক্ষ সেই পাকিস্তান
  • ভিডিও পোস্ট করল আইসিসি

২০০৩  সালে সেঞ্চুরিয়ানে মেরেছিলেন সচিন, আর তার ১৬ বছর পর ম্যাঞ্চেস্টারে মারলেন রোহিত শর্মা। এক মুম্বইকর যেন আরেকজনের হুবহু কার্বন কপি। বিশ্বকাপ ২০১৯-এর ভারত বনাম পাকিস্তান ম্যাচে এদিন পাকিস্তানের হাসান আলির বলে আপার কাট মেরে কভার এলাকা দিয়ে একটি ছয় মারেন। যা ক্রিকেট দুনিয়াকে নস্টালজিক করে দিয়েছে।

বিশ্বকাপে ভারত পাক মহারণের অন্যতম স্মরণীয় ঘটনা ২০০৩ সালের বিশ্বকাপে সচিনের মারা ওই ছয়। ততদিনে সচিন বিশ্বের সেরা ব্যাটসম্যান। আর শোয়েব আক্রম-ওয়াকারদের যোগ্য উত্তরসুরি। ৭৫ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই অফ স্টাম্পের বাইরে শোয়েবের প্রচন্ড গতির বলে মেরেছিলেন ওই আপার কাট। তখন এই শটটি ক্রিকেটে ততটা প্রচলিত ছিল না। ওই একটি শটই ম্য়াচের সুরটা বেঁধে দিয়েছিল।

Latest Videos

আর এদিন ভারতের ইনিংসের ২৭তম ওভারে অবিকল একই রকম বল করেন হাসান আলি। আর একই রকম ভাবে আপারকাটে সেই বল গ্যালারিতে পাঠিয়ে দিয়েছেন রোহিত। সচিন আর রোহিতের শটের মধ্যে এত মিল যে আইসিসি-ও দুটি শটের ভিডিও পাশাপাশি পোস্ট করেছে।

ওই ছয়টির আগে হাসান আলিকে আরও একটি দুর্দান্ত পুল শটে ছয় মেরেছিলেন তিনি। আরেকটি মারেন শাদাব খানকে। ১১৩ বল খেলে রোহিত ১৪০ রান করে যান। শুধু তাই নয় শিখরের অবর্তমানে তিনিই আগ্রাসী ভূমিকা নিয়ে কেএল রাহিুলকে ধাতস্ত হওয়ার সুযোগও করে দেন। তাঁর এই ক্রিকেট বোধ সমালোচকদের বাহবা কুড়িয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today