না দেখে, উড়ে গিয়ে, এক হাতে! স্টোকস নিলেন অবিশ্বাস্য ক্যাচ, দেখুন ভিডিও

  • শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ
  • প্রথম দিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় পেয়েছে ইংল্যান্ড
  • তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বেন স্টোকস-এর ক্য়াচ নিয়েই
  • বিশ্বকাপের ইতিহাসে থাকবে এই ক্যাচ

 

এইবারের বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে অনেক প্রত্যাশা রয়েছে। ধারে ভারে প্রতিযোগিতার মানে আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে যাবে - এমনটাই বলেছিল আইসিসি। আর বিশ্বকাপের প্রথম দিনই তা সত্যি হওয়ার ইঙ্গিত মিলল। ক্রিকেট দলগত খেলা হলেও কখনও কখনও কওনও খেলোয়াড় এমন ব্যক্তিগত ঝলক দেখান, যা স্পটলাইটের সব আলো কেড়ে নেয়। বৃহস্পতিবার স্টোকস-ও এমনই এক কান্ ঘটালেন।

টি-২০ ক্রিকেটের দৌলতে বর্তমানে বাউন্ডারি লাইনে অনেক ভালো ভালো ক্যাচ ধরার নজির তৈরি হচ্ছে। তবে স্টোকস সাম্প্রতিককালের সবাইকে ছাপিয়ে গেলেন। কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৩৫তম ওভারে ফেহলুকাওইও আদিল রশিদের একটি বল স্লগ সুইপ করেছিলেন মিড উইকেট এলাকা দিয়ে।

Latest Videos

সকলে ধরেই নিয়েছিলেন বলটি ছয় হতে চলেছে। আর এখানেই দারুণ উপস্থিত বুদ্ধির পরিচয় দেন ইংরেজ অলরাউন্ডার। বলটি লক্ষ্য পিছনের দিক করে তিনি ঝাঁপ মারেন। বলের দিকে পিছন ঘুরে, না দেখেই আন্দাজকে কাজে লাগিয়ে তিনি এক হাতে মাঝ আকাশেই বলটিতে তালুবন্দী করেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্পেশাল ক্যাচ তো বটেই।

 

 

🤯 🤯 https://t.co/dRAGa3z1fJ

— Cricket World Cup (@cricketworldcup) May 30, 2019

ওই ক্যাচ দক্ষিণ আফ্রিকার ম্যাচ জেতার আশায় শেষ পেরেক পুঁতে দেয় বলা যায়। ১৮০ রানে ৭ উইকেট পড়ে যায় তাঁর। শেষ পর্যন্ত ১৪ রানের ব্যবধানে পরাজিত হয় তারা।

বেন স্টোকস ব্যাট ও বল হাতেও দারুণ অবদান রেখেছেন বৃহস্পতিবারের ম্যাচে। তাঁর ৮৯ রানই ইংরেজ ইনিংস ৩০০পার করা নিশ্চিত করে। তারপরে বল হাতেও ২টি উইকেট নিয়েছেন। কিন্তু, তারপরেও সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ক্যাচ নিয়েই। ১৯৯২ বিশ্বকাপে ইনজামাম উল হককে, জন্টি রোডস-এর ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে রান আউট করাটা বিশ্বকাপের ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে। এই ক্যাচও কিন্তু  তার কাছাকাছিই থাকবে।

 

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News