ভারতীয় দলকে হুমকি ই-মেল, গ্রেফতার ১৯ বছরের তরুণ

  •  ক্যারিবিয়ান সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল
  •  কিছুদিন আগেই একটি হুমকি ই-মেল পেয়েছিলো বিসিসিআই
  •  ক্রিকেটারদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল ওই ই-মেলে
  •  ই-মেলটি পাঠিয়েছিল ব্রজমোহন দাস নামে অসমের এক তরুণ 
     

debojyoti AN | Published : Aug 23, 2019 12:59 PM IST

এই মুহূর্তে ক্যারিবিয়ান সফরে রয়েছে ভারতীয় দল। চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট। এই টেস্ট শুরুর দিন কয়েক আগে বিরাটদের নিরাপত্তা নিয়ে একটি হুমকি মেল পেয়েছিলো বিসিসিআই। সেই মেলে ভারতীয় ক্রিকেটারদের প্রাণনাশের কথা লেখা ছিল। সেই ই-মেল প্রেরককে গ্রেফতার করেছে পুলিশ। ব্রজমোহন দাস নামে অসমের এক ১৯ বছরের তরুণ ওই মেলটি পাঠিয়েছিল বলে জানা গিয়েছে। 

শুধুমাত্র ভারতীয় দলকেই নয়। আরও অনেক দলকে একই ই-মেল করেছিল ব্রজমোহন। তবে ভারতীয় দল এই ব্যাপারটিকে হালকাভাবে নেয়নি। ওই হুমকি ই-মেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে (এটিএস)-কে জানায় বিসিসিআই। তারপর সেই ই-মেলের হাত ধরেই ব্রজমোহনের কাছে পৌঁছয় এটিএস। গ্রেফতার করা হয় তাকে। 

Latest Videos

অসমের মরিগাঁও-এর শান্তিপুরের বাসিন্দা ব্রজমোহন দাস। তবে এই ১৯ বছরের তরুণের ক্রিকেট দল এবং বোর্ড কর্তাদের ওপর কেন এত রাগ তার কারণ জানা যায়নি। ইতিমধ্যেই ব্রজমোহনকে হেফাজতে নিয়েছে অসম পুলিশ। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২) এবং ৫০৯ ধারা, সেই সঙ্গে সংশোধিত অপরাধ আইনের ৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। 
 

Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today