ভারতীয় দলকে হুমকি ই-মেল, গ্রেফতার ১৯ বছরের তরুণ

Published : Aug 23, 2019, 06:29 PM IST
ভারতীয় দলকে হুমকি ই-মেল, গ্রেফতার ১৯ বছরের তরুণ

সংক্ষিপ্ত

 ক্যারিবিয়ান সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল  কিছুদিন আগেই একটি হুমকি ই-মেল পেয়েছিলো বিসিসিআই  ক্রিকেটারদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল ওই ই-মেলে  ই-মেলটি পাঠিয়েছিল ব্রজমোহন দাস নামে অসমের এক তরুণ   

এই মুহূর্তে ক্যারিবিয়ান সফরে রয়েছে ভারতীয় দল। চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট। এই টেস্ট শুরুর দিন কয়েক আগে বিরাটদের নিরাপত্তা নিয়ে একটি হুমকি মেল পেয়েছিলো বিসিসিআই। সেই মেলে ভারতীয় ক্রিকেটারদের প্রাণনাশের কথা লেখা ছিল। সেই ই-মেল প্রেরককে গ্রেফতার করেছে পুলিশ। ব্রজমোহন দাস নামে অসমের এক ১৯ বছরের তরুণ ওই মেলটি পাঠিয়েছিল বলে জানা গিয়েছে। 

শুধুমাত্র ভারতীয় দলকেই নয়। আরও অনেক দলকে একই ই-মেল করেছিল ব্রজমোহন। তবে ভারতীয় দল এই ব্যাপারটিকে হালকাভাবে নেয়নি। ওই হুমকি ই-মেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে (এটিএস)-কে জানায় বিসিসিআই। তারপর সেই ই-মেলের হাত ধরেই ব্রজমোহনের কাছে পৌঁছয় এটিএস। গ্রেফতার করা হয় তাকে। 

অসমের মরিগাঁও-এর শান্তিপুরের বাসিন্দা ব্রজমোহন দাস। তবে এই ১৯ বছরের তরুণের ক্রিকেট দল এবং বোর্ড কর্তাদের ওপর কেন এত রাগ তার কারণ জানা যায়নি। ইতিমধ্যেই ব্রজমোহনকে হেফাজতে নিয়েছে অসম পুলিশ। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২) এবং ৫০৯ ধারা, সেই সঙ্গে সংশোধিত অপরাধ আইনের ৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। 
 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন?
Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা