অক্ষর-অশ্বিনের দাপট, রোহিতের অর্ধশতরান, পিঙ্ক বল টেস্টে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত

Published : Feb 24, 2021, 10:43 PM IST
অক্ষর-অশ্বিনের দাপট, রোহিতের অর্ধশতরান, পিঙ্ক বল টেস্টে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত

সংক্ষিপ্ত

ভারত বনাম ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট প্রথম ইনিংসে ১১২ রানে অল আউট ইংল্যান্ড একাই ৬ উইকেট নিলেন অক্ষর প্যাটেল দিনের শেষে ভারতের স্কোর ৯৯ রানে ৩ উইকেট  

মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিঙ্ক বল টেস্টের প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারতীয় দল। বুধবার দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে অক্ষর প্য়াটেল ও রবিচন্দ্রন অশ্বিনের দাপটে ১১২ রানে শেষ হয়ে যায় ইংল্য়ান্ডের প্রথম ইনিংস। একাই ৬ উইকেট নিয়ে অনবদ্য বোলিং করেন অক্ষর প্যাটেল। ৩টি উইকেট পান অশ্বিন। একটি উইকেট পান ইশান্ত শর্মা। ব্য়াট করতে নেমে ইংল্য়ান্ডের ১১২ রানের জবাবে প্রথম দিনের শেষে  টিম ইন্ডিয়ার স্কোর ৯৯ রানে ৩ উইকেট। 

 

 

মোতেরায় পিঙ্ক বল টেস্টে টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু শুরুতেই ইংল্যান্ডের ওপেনার ডোম সিবলিকে আউট করে ধাক্কা দেন ইশান্ত শর্মা। নিজের শততম টেস্টের শুরুতেই উইকেট নিয়ে তা স্মরণীয় করে রাখলেন ভারতীয় পেসার। এরপর পর চা বিরতির আগে পর্যন্ত ক্রমাগত ব্যবধানে উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮১ রানে ৪ উইকেট। চা বিরতির পর অব্যাহত থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস।  জ্যাক ক্রাউলি অর্ধশতরান ছাড়া বড় রান করতে পারেনি কোনও ইংল্যান্ড ব্যাটসম্যানই। ১১২ রানে গুটিয়ে যায় জো রুটের দলের প্রথম ইনিংস।

 

 

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব ধীর গতিতে শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু ৩ রানের পার্টনারশিপ করার পর প্রথম উইকেট পড়ে ভারতের। জোফ্রা আর্চারের বলে আউট হন গিল। এদি ব্যাট হাতে দাগ কাটতে পারেননি চেতেশ্বর পুজারা। খাতা না খুলেই জ্যাক লিচের বলে আউট হন তিনি। বিরাট কোহলি কিছুটা লড়াই করলেও ২৭ রান করে তিনিও লিচের শিকার হন। যদিও একদিক থেকে অনবদ্য ব্য়াটিং চালিয়ে যান রোহিত শর্মা। নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। দিনের শেষে ভারতের স্কোর ৯৯ রানে ৩ উইকেটে। ৫৭ রানে ক্রিজে রয়েছেন রোহিত, ১ রানে নট আউট রয়েছেন অজিঙ্কে রাহানে। দ্বিতীয় দিনে বড় রানের লিড নিয়ে ইংল্য়ান্ডকে চাপে রাখাই এখন টার্গেট বিরাট ব্রিগেডের।
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই
আইপিএল ২০২৬: নিলাম পর্ব শেষ, ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী কারা?