কাবুলে ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যমিছিল, ফের দেশের জন্য মন কেঁদে উঠল রাশিদ খানের

কাবুল বিমান বন্দরে ধারাবাহিক বিস্ফোরণ। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ গোটা বিশ্বের। দুঃখ প্রকাশ করে শান্তি চাইলেন রাশিদ খান।
 

তালিবানদের হাতে আফগানিস্তানের শাসনভার যাওয়ার পর থেকেই অশান্ত গোটা দেশ। হিংসা, মৃত্যু তো চলছিলই। তারউপর বৃহস্পতিবার ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যুপূরী কাবুল। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রচুর। ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন। ই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে আইএসের খোরাসান গোষ্ঠী। দেশের এই পরিস্থিতিতে আরও একবার মন কেঁদে উঠল আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খানের।

Latest Videos

বর্তমানে ইংল্যান্ডের ক্রিকেট প্রতিযোগিতা 'দ্য হান্ড্রেড'-এ খেলতে ব্যস্ত রয়েছেন রাশিদ খান। তবে দেশের পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন রাশিদ খান। শান্তি পক্ষেও বার্তা দিয়েছেন বারবার। কাবুলে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন আফগান তারকা ক্রিকেটার। নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন,'আবারও রক্তাক্ত হচ্ছে কাবুল। দয়া করে আফগানদের হত্যা করা বন্ধ করুন।' সঙ্গে আফগানিস্তানের পতাকা ও দুঃখের ইমোজি শেয়ার করেছেন রাশিদ খান।

 

 

এর আগেও একাধিকবার আফগাবিস্তানে তালিবানি তাণ্ডবের সমালোচনা করেছেন রাশিদ খান। যার কারণে হুমকির শিকারও হতে হয়েছিল আফগান ক্রিকেটারকে।  দেশে তার পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তারকা লেগ স্পিনার। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আফগানিস্তানের পতাকা নিজের গালে লাগিয়ে খেলতে নেমেছিলেন রাশিদ খান। বিশ্বনেতাদের কাছে আফগানিস্তানের জন্য শান্তি কামনাও করেছিলেন তিনি।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র