বাবা হলেন রাসেল, নিজেই সুখবর জানালেন ক্যারিবিয়ান তারকা

Published : Jan 25, 2020, 10:18 PM ISTUpdated : Jan 25, 2020, 10:19 PM IST
বাবা হলেন রাসেল, নিজেই সুখবর জানালেন ক্যারিবিয়ান তারকা

সংক্ষিপ্ত

বাবা হলেন আন্দ্রে রাসেল কন্যাসন্তানের জন্ম দিলেন রাসেল-এর স্ত্রী  সোশ্যাল মিডিয়ায় নিজেই খবর জানালেন ক্যারিবিয়ান তারকা  


বাবা হলেন আন্দ্রে রাসেল। বৃহস্পতিবার নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এ খবর জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। 

ফ্লোরিডার হাসপাতালে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আন্দ্রে রাসেল-এর স্ত্রী জেসিম লরা। তিন বছর আগে বিয়ে হওয়ার পর এটাই রাসেল এবং লরার প্রথম সন্তান। 

বাবা হয়ে স্বভাবতই দারুণ খুশি রাসেল। ইনস্টাগ্রামে পোস্ট করে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন আমাইয়া। 

সদ্যোজাত কন্যার হাত ধরে থাকার ছবি দিয়ে  রাসেল লিখেছেন, 'ঈশ্বরের আরও একটা আশীর্বাদ। আমাইয়া এস রাসেলকে এই পৃথিবীতে স্বাগত।  ঈশ্বর সবসময়ই করুণাময়। আমার রানি জেসিম লোরাকে শক্তি দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।'

 

 

সোশ্যাল মিডিয়ায় রাসেল এই খবর দেওয়ার পর থেকেই ক্যারিবিয়ান তারকা এবং তাঁর স্ত্রীকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন ভক্তরা। একই সঙ্গে একরত্তি আমাইয়াকেও আশীর্বাদ করেছেন রাসেলের ভক্তরা। এখন দেখার ক্রিকেট মাঠে রাসেলের জন্য তাঁর কন্যা সৌভাগ্য বয়ে আনে কি না। 
 

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড