দাদা-র বিরুদ্ধে কেউ একটা কথাও বলেনি: সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্পষ্ট বক্তব্য বিসিসিআই-এর বিদায়ী কোষাধ্যক্ষের

“দাদা সর্বকালের সেরা নেতাদের মধ্যে একজন”, গাঙ্গুলির প্রভূত প্রশংসায় মিডিয়ার সমস্ত জল্পনা ধূলিসাৎ করে দিলেন বিসিসিআই-এর বিদায়ী কোষাধ্যক্ষ এবং পরবর্তী আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। 

দিনকয়েক আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর রাজত্বের অবসান ঘটেছে। সেই পদ চলে যাওয়ার পর ‘দাদা’-কে নিয়ে রাজনীতির ময়দানে যেমন শুরু হয়েছে গুঞ্জন, তেমনই বিসিসিআই-এর মতামত নিয়েও চলছে জলঘোলা। শোনা গেছিল, মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত বোর্ড মিটিংয়ে সদস্যরা গাঙ্গুলির ৩ বছরের মেয়াদকালে তাঁর পারফরম্যান্স নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন এবং এই ‘খারাপ’ পারফরম্যান্সের জন্য তাঁরা নাকি অভিজ্ঞ ক্রিকেটারের নিন্দাও করেছেন।

এমনও খবর এসেছিল যে, সৌরভ বোর্ড সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে কাজ করতে আগ্রহী থাকলেও, সংগঠনের কয়েকজন সদস্য তাঁর বিরুদ্ধে গিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। কিন্তু বিসিসিআই-এর বিদায়ী কোষাধ্যক্ষ এবং পরবর্তী আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল এই সমস্ত গুজবকে কড়া মন্তব্যে উড়িয়ে দিয়েছেন। 

Latest Videos

বিসিসিআই কর্মকর্তাদের পরবর্তী ব্যাচ ইতিমধ্যেই নিজেদের মনোনয়ন দাখিল করেছেন এবং ১৮ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হবেন। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী খেলোয়াড় রজার বিনি গাঙ্গুলিকে নতুন বিসিসিআই সভাপতি হিসাবে আসতে চলেছেন, যেখানে সচিব হিসেবে জয় শাহ-ই থাকছেন এবং রাজীব শুক্লা সহ-সভাপতি হিসেবে আরেকটি মেয়াদ পাবেন। 

"স্বাধীন ভারতে এমন কোনও বিসিসিআই সভাপতি আসেননি যিনি তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন। দাদা সম্পর্কে মিডিয়ার সমস্ত জল্পনা বা কিছু সদস্য তাঁর বিরুদ্ধে ছিল, এই ধরনের বক্তব্যগুলি সব ভিত্তিহীন," বলেছেন বিসিসিআই-এর বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।  

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তিনি আরও জানান, "কেউ তাঁর বিরুদ্ধে গিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। সমস্ত বোর্ড সদস্যরা সম্পূর্ণ দল নিয়ে অত্যন্ত খুশি এবং কোভিড-১৯ দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও গত তিন বছরে বিসিসিআই কীভাবে পরিচালিত হয়েছিল, তা দেখে সদস্যরা দারুণ সন্তুষ্ট ছিলেন।” এর সঙ্গে তিনি এও উল্লেখ করেছেন, "ভারতীয় অধিনায়ক হিসেবে দাদার একটি অত্যন্ত বিশিষ্ট কেরিয়ার ছিল, তিনি সর্বকালের সেরা নেতাদের মধ্যে একজন। একজন প্রশাসক হিসাবে তিনি পুরো দলকে সঙ্গে নিয়ে এগিয়েছিলেন এবং আমরা একটা সম্পূর্ণ দল হিসেবে কাজ করেছি।"

ধুমাল আরও প্রকাশ করেছেন যে, গাঙ্গুলি এই ভূমিকা গ্রহণ না করলে তিনি কখনওই নতুন আইপিএল চেয়ারম্যান হতেন না। “দাদা সেখানে রজার এবং নতুন সেটের সদস্যদের সাথে ছিলেন, যাঁরা মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। সবকিছু নিয়েই আলোচনা করা হয়েছিল এবং দাদার সাথেও কথা হয়েছিল। তাঁকে আইপিএলের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, না হলে রজার কখনই সুযোগটা পেতেন না। তাঁর (রজার) বয়স এখন ৬৭ (যেখানে বয়সসীমা হল ৭০)। 

"তিনি (সৌরভ) আমাদের জন্য একজন বিশ্বকাপ বিজয়ী। এটাই বোর্ডের দৃষ্টিভঙ্গি ছিল। দাদা যদি আইপিএলের সভাপতির পদ গ্রহণ করতেন, তাহলে আমি আউট হয়ে যেতাম এবং আমি তাতে ঠিকই থাকতাম। ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে রজার একটি দুর্দান্ত সংযোজন।” বলেছেন অরুণ ধুমাল।

আরও পড়ুন-
শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে টিচার্স ট্রেনিং সেন্টারের যোগ? এবার মানিক-ঘনিষ্ঠের সেন্টারে ইডি অভিযান
মেরামতির কাজের জেরে বাতিল একের পর এক লোকাল ট্রেন, সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে অনেক ট্রেনের যাত্রাপথও
‘হ্যাগরিড’-হারা হগওয়র্টস! চলে গেলেন বিখ্যাত চরিত্রাভিনেতা রবি কোলট্রেন 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia