Australia vs England-Ashes: বুধবার থেকে শুরু অ্য়াসেজের দ্বৈরথ, জানুন প্রথম ম্য়াচের যাবতীয় খুটিনাটি

বুধবার থেকে শুরু হতে চলেছে অ্য়াসেজ টেস্ট সিরিজ ২০২১-২২  (Ashes Test Series 2021-22)। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) চিরন্ত দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা (Cricket Lovers)।  
 

Asianet News Bangla | Published : Dec 7, 2021 9:20 AM IST

অ্য়াসেজ টেস্ট সিরিজের (Ashes Test Series) জনপ্রিয়তা ও গুরুত্ব নিয়ে নতুন করা বলার কিছু নেই। বুধবার থেকে অসট্রেলিয়ার গাবায় (Gabba) শুরু হতে চলা অ্য়াসেজ টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে  মুখোমুখি হতে চলেছে চিরপ্রতীদ্বন্দ্বী দুই দেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (Australia vs England)। অ্যাসেজ ঘিরে যে দুই  দেশের মধ্যে আলাদা উদ্দীপনা  ও উন্মদনা চিরন্তন। তবে এবার সিরিজ শুরুর প্রেক্ষাপট একটু আলাদা। কারণ দুই দলই বিতর্কের মাঝে মাঠে খেলতে নামছে। একদিকে যৌন কেলেঙ্কারিততে জড়িয়ে অধিনায়কত্ব ছাড়া পাশাপাশি অ্যাসেজে না কেলে অনির্দিষ্ট কালের ছুটিতে গিয়েছে। অপরদিকে, বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে ইংল্যান্ড অধিনায়কের ক্লাব ইয়র্কশায়ারের বিরুদ্ধে। তবে বিতর্ককে সরিয়ে রেখে ২২ গজের লড়াইতে নামতে প্রস্তুত দুই দল। 

ঘরের মাঠে আত্মবিশ্বাসী ব্যাগি গ্রিনরা:
অ্যাসেজ যখনও যেই দেশে হয় তখন বাড়তি অ্যাডভান্টেজ পায়  সেই দেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সেই অ্যাডভান্টেজ বরাবরই একটু বেশিই পেয়েছে। গাব্বায় প্রথমটেস্টের এবার একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী  ব্যাগি গ্রিনরা। তাই ম্য়াচের ৩ দিন আগেই দল ঘোষণা করে দিয়েছেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। টিম পেইন না থাকায় অজিদের উইকেটকিপার ব্য়াটস ম্য়ান হিসেবে গাব্বায় অভিষেক  ঘটতে চলেছে অ্যালেক্স ক্যারি (Alex Carey)। সাধারণত তিন ফাস্ট বোলার এবং একজন স্পিনার হিসেবে ন্যাথান লিয়ঁকে নিয়েই টেস্টে মাঠে নামা পছন্দ করেন অজিরা। প্রথম অ্যাসেজ টেস্টেও সেই ধারাই বজায় রেখেছে দল।  নতুন  অধিনায়কের অধীনে অ্য়াসেজের মক মেগা ইভেন্টে কেমন পারফর্ম করে ব্য়াগি গ্রিনরা সেই দিকে তাকিয়ে অজিরা। 

এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার একাদশ-
মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেট রক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্য়াথান লিয়ঁ, জোস হ্য়াজেলউড।

লড়াই দিতে প্রস্তুত ব্রিটিশ লায়ন্সরা:
অপরদিকে গাব্বায় লড়াই দিতে প্রস্তুত ইংল্যান্ড দল (England Team)। দীর্ঘ দিন পর দলে ফেরেছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। যার ফলে ব্রিটিশদের শক্তি অনেকটাই বাড়বে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। অনুশীলনে নিজের যাবতীয় প্রস্ততি সেরেছেন বেন স্টোকস। নেটে তাকে ছন্দে দেখায় ব্রিটিশ অলরাউন্ডারকে বাদ দিয়ে ১২ জনের দল ঘোষণা করার সাহস  দেখায়নি টিম ম্যানেজমেন্ট। ব্রডের ফাস্ট বোলার সঙ্গী জেমস অ্যান্ডারসনের (James Anderson)হালকা চোট লাগায় তাঁকে দলে রাখা হয়নি। অ্যান্ডারসনের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন ক্রিস ওকস এবং মার্ক উড।  অফ ফর্মের জন্য বেয়ারস্টোকে বাইরে রেখে অলি পোপকে দলে রেখেছে ইংল্যান্ড। দলে একমাত্র স্পিনার হিসেবে নাম রয়েছে জ্যাক লিচের। ব্য়াটিং লাইনে দলকে ভরসা দেওয়ার জন্য রয়ছেন অধিনায়কজো রুট, জস বাটলার,ডেভিড  মালানরা।

এক ঝলকে দেখে নিন  ইংল্যান্ডের ১২ জনের দল-
জো রুট (অধিনায়ক), জোস বাটলার (উইকেটকিপার), হাসিব হামিদ, ররি বার্নস, ডেভিড মালান, বেন স্টোকস, ওলি পোপ, ওলি রবিনসন, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, জ্যাক লিচ।

Share this article
click me!