ফাইনালে বিধ্বংসী ব্যাটিং অস্ট্রেলিয়ার, ভারতের সামনে ১৮৫ রানের চ্যালেঞ্জ

  • ফাইনালে বিধ্বংসী ব্যাটিং অস্ট্রেলিয়ার
  • ভারতের সামনে ১৮৫  রানের চ্যালেঞ্জ
  • ব্যাট হাতে অনবদ্য হেলি ও মুনি
  • ২ উইকেট দীপ্তি শর্মার

বিশ্বকাপের ফাইনালের মত ম্যাচে টস হারের খেসারত দিতে হল ভারতীয় মহিলা দলকে।  ফাইনালে নিজের স্বভাবজাত ডনিমনেটিং ক্রিকেট বজায় রাখল অজি রা। রবিবার ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং।  ওপেনিং করতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন দুই অজি ওপেনার অ্যাশলে হেলি ও বেথ মুনি। নির্ধারিত ২০ ওভারে  ১৮৪ রান করে ব্যাগি গ্রিন ব্রিগেড। 

হেলির আক্রমণাত্বক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কোনও ভারতীয় বোলারই। ৩৯ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান। গোটা ইনিংসে মোট ৫টি ছয় ও ৭টি চার মারেন হেলি। অপরদিকে তাকে যোগ্য সঙ্গত দেন বেথ মুনি। অর্ধশতরান করেন তিনিও। দলের ১১৫ রানের মাথায় রাধা যাদবের বলে আউট হন হেলি। হেলির পর ক্রিজে নামেন অজি অধিনায়ক। যদিও বেশিক্ষণ টিকতে পারননি মেগ ল্যানিং।  ব্যক্তিগত ১৬ রানে দীপ্তি শর্মার শিকার হন তিনি। দীপ্তির ভেলকির কাছে পরাস্ত হন গার্ডনারও। ব্যক্তিগত ২ রানের মাথায় তাকে প্যাভেলিয়বনের রাস্তা দেখান ভারতীয় অলরাউন্ডার। যদিও নিজের ইনিংস চালিয়ে যেতে থাকেন মুনি।  অপরদিকে দাঁড়াতে পারছিলেন না অন্য অজি ব্যাটসম্যানরা। পুণমের লেগ স্পিনের যাদুর কাছে হার মেনে ব্যাক্তগত ৪ রানে আউট হন হেইনস। ইনিংস শেষে ব্যাক্তিগত ৭৮ রানে নট আউট থাকেন মুনি। ভারতকে ১৮৫ রানের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)