
কেরিয়ারের সবথেকে বাজে সময়ে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন বর্তমান পাকিস্তান অধিনায়ক বাবরর আজম। দুই দেশের রাজনৈতক পরিস্থিতি যতই খারপপ হোক না কেন, মাঠে তারা চিরপ্রতীদ্বন্দ্বী দেশের দুই মহারথী হলেও, ক্রিকেটারের স্পোর্টসম্য়ান স্পিরিটটাই যে আসল তা প্রমাণ করেছেন বাবর আজম। নিজের অফ ফর্মের কারণে যেখানে নিজের দেশেরই প্রাক্তন ক্রিকেটাররার সমালোচনা করছেন বিরাটের, সেখানে মধ্য রাতে কোহলির পাশে দাঁড়িয়ে ট্যুইট করে সকলের প্রশংসা কুড়িয়েছেন বাবর। আসলে কেরিয়ারের এমন সময় একজন ক্রিকেটার অপর এক ক্রিকেটারের মধ্য দিয়ে কী যায় সেটা ভালো করে বুঝতে পারেন। সেই কারণেই বিরাটের পাশে দাঁড়িয়ে ট্যুইট বার্তা বাবর আজম লিখেছেন, 'এই সময়টাও এক দিন ঠিক কেটে যাবে। শক্ত থাকো বিরাট কোহলী।'
আর সেই ট্যুইটের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কেন তিনি বিরাটের পাশে দাঁড়িয়েছেন সেই কারণও জানালেন বর্তমান পাকিস্তান অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে ট্যুইট করা প্রসঙ্গে প্রশন্ন করলে বাবার আজম বলেন,'আমি নিজে একজন খেলোয়াড়। আমি বুঝি এমন পর্যায় দিয়ে যেতে হয় সবাইকেই। এটাও জানি, এমন অফ ফর্মে থাকলে খেলোয়াড়দের মানসিক অবস্থা কেমন হয়। এমন কঠিন সময়ে আপনার সমর্থন দরকার হয়। আমি এই ভেবেই টুইট করেছিলাম যে, এটা হয়ত ওকে কিছুটা সমর্থন জোগাবে।' এদিন কোহলিপ প্রশংসাও শোনা গিয়েছে বাবরের কন্ঠে। তিনি বলেন,'বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ও। অনেক ক্রিকেট খেলছে ও। তাই এই ধরনের পরিস্থিতি কী করে কাটিয়ে উঠতে হবে, সেটা কোহলির মতো ক্রিকেটার ভালই জানে। ছন্দে ফিরতে সময় লাগে। যদি আপনি খেলোয়াড়ের পাশে দাঁড়ান, তা হলে অনেক লাভ হবে।'
প্রসঙ্গত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের পর, টি২০ ও ওডিআই সিরিজেও বিরাট কোহলির ব্যাট রানের খরা অব্যাহত। যেই কারণে কপিল দেব, ভেঙ্কটেশ প্রদাস সহ বেশ কিছু প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা প্রয়োজনে বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার কথাও বলেছেন। আবার বিরাট কোহলি ভারতীয় দল থেকে ঘন ঘন বিশ্রাম নেওয়ার কারণেও সমালোচনার শিকার হচ্ছেন। কিন্তু কোহলির ভারতীয় ক্রিকেটের অবদান সম্পর্কেও অনেকেই বলছেন। এই পরিস্থিতিতে বাবর আজম যেইভাবে বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন তার প্রশংসা করথেন সকলেই।
আরও পড়ুনঃএবার কোহলির পাশে দাঁড়ালেন বাবর আজম, 'বিরাট' বার্তা দিলেন পাক অধিনায়ক