অজি চ্যালেঞ্জ দিয়ে শুরু অভিযান, ৩১ জুলাই কমনওয়েলথে ভারত-পাক দ্বৈরথ, দেখে নিন টিম ইন্ডিয়ার স্কোয়াড ও সূচি

কমনওয়েলথ গেমস ২০২২ ( Birmingham 2022 Commonwealth Games)-এর জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket team) ঘোষণা করল বিসিসিআই। মোট ১৫ জনের দল ও ৩ জনকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়েছে।
 

২৮ জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহ্যামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২২। ৮ অগাস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। এবার প্রথম প্রথম মহিলাদের ক্রিকেটের অন্তর্ভূক্তি ঘটেছে বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস এই স্পোর্টস ইভেন্টে।  মহিলা ক্রিকেটের প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর আগে ১৯৯৮ সালে প্রথমবার কমনওয়েলথে গেমসে কোয়ালালামপুরে ক্রিকেটের স্বাদ পেয়েছিল ক্রিকেট প্রেমিরা। তবে মহিলাদের ক্রিকেট এর আগে হয়নি। আর এবারের কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। 

মোট ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। আর তিন ক্রিকেটার রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। প্রত্যাশিতভাবেই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছ হরমনপ্রীত কউরকে। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন স্মৃতি মান্ধানা।  দলের দুই উইকেটকিপার তানিয়া ভাটিয়া এবং যস্তিকা ভাটিয়া। এ ছাড়া বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেসরা রয়েছেন। দলে রয়েছেন পূজা বস্ত্রকর, মেঘনা সিংহ, রেণুকা ঠাকুর, রাধা যাদব, হারলিন দেওল এবং স্নেহ রানারা। বাংলার রিচা ঘোষ দলে জায়গা পেলেও মূল দলে ঠাঁই হয়নি রিচার। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রয়েছেন তিনি। আরও দুই স্ট্যান্ডবাই ক্রিকেটার হলেন  সিমরন দিল বাহাদুর, এবং পুনম যাদব।

Latest Videos

বার্মিংহাম ২০২২কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল-
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক),শেফালি বর্মা,এস মেঘনা,তানিয়া স্বপ্না ভাটিয়া (ডব্লিউকে),ইয়াস্তিকা ভাটিয়া (ডব্লিউকে),দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়,পূজা বস্ত্রকার, মেঘনা সিং,রেণুকা ঠাকুর, জেমিমা রড্রিগস,রাধা যাদব, হারলিন দেওল,স্নেহ রানা।
স্ট্যান্ডবাই- সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ এবং পুনম যাদব

 

 

প্রসঙ্গত, কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারত রয়েছে‘এ’ গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বার্বাডোজ ও পাকিস্তান। গ্রুপ‘বি’ তে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পয়লা এপ্রিল ২০২১ পর্যন্ত বিশ্ব তালিকার প্রথম ছয় দল প্রতিযোগিতায় সরাসরি জায়গা পেয়েছে। সপ্তম দল হিসেবে গেমসে অংশ নিচ্ছে আয়োজক ইংল্যান্ড। যোগ্যতা অর্জন পর্বে অষ্টম দল হিসেবে জায়গা পেয়েছে বার্বাডোজ। ২৯ জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ৩১ জুলাই হরমনপ্রীতরা পাকিস্তানের মুখোমুখি হবেন। গ্রুপের শেষ ম্যাচে বার্বাডোসের সঙ্গে খেলতে নামবে ভারত।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর