চতুর্থীতে নিজের পাড়ার পুজো উদ্বোধনে সৌরভ, করোনা নিয়ে দিলেন সতর্ক বার্তা

  • শুরু হয়ে গিয়েছে  বাঙালির শ্রেষ্ঠ  উৎসব দুর্গা পুজা
  • যদিও করোনা আবহে নানা বিধি-নিষেধ জারি করা হয়েছে
  • চতুর্থীর সন্ধায় নিজের পাড়ায় পুজো উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্য়ায়
  • একইসঙ্গে সকলকে সতর্ক থাকার বার্তাও দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট
     

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। যদিও অন্যান্যবারের তুলনায় এবারের বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আবহ অনেকটাই আলাদা। কারণ করোনা মহামারীর মধ্যেই হচ্ছে উৎসব। তাই অনেক সাবধানতা পালন করে, অনেক বিধিনিষেধ মেনে সকলকে উৎসবে অংশ নেওয়ার আবেদন জানানো হচ্ছে সমাজের বিভিন্ন অংশ থেকে। প্রতিবারের মত মহা সাড়ম্বরে না হলেও, শুরু হয়ে গিয়েছে দিকে দিকে পুজো উদ্বোধনও। চতুর্থীতে নিজের এলাকাতে পুজো উদ্বোধন করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। 

Latest Videos

করোনা আবহে প্রতিবারের মত এবার একগুচ্ছ পুজো উদ্বোধনের কর্মসূচি নেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। চতুর্থীর সন্ধ্যায় বেহালা চৌরাস্তা প্লেয়ার্স কর্নার অর্থাৎ নিজের পাড়ার পুজোর উদ্বোধন করেন। প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করেন বিসিসিআই প্রেসিডেন্ট। কোভিডের কথা মাথায় রেখে খুব বেশি লোকের সমাগম করা হয়নি। হাতে গোনা কয়েকজনকে নিয়েই হয় উদ্বোধন। একইসঙ্গে সকলকে খুব সাবধানে পুজো কাটানোর সতর্কবাণীও শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজেও পরিবারের সঙ্গে বাড়িতে বসেই পুজো কাটাবেন বলে জানান তিনি।

 

 

একইসঙ্গে সকলের উদ্দেশ্যে বার্তায় সৌরভ জানান, এবারের পুজো ঘরে বসে কাটান। সকলকে স্বাস্থ্য নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নিষেধ করেন তিনি। সৌরভ বলেন, দুর্গা পুজা আগামী বছর আবার আসবে, তখন কোভিডও চলে যাবে। তখন সবাই মিলে আবার উৎসবে অংশ নেওয়া যাবে। কিন্তু এবছর সকলকে সাবধানে থাকার কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি প্রতিমা দর্শন নিয়ে কোর্টের রায় নিয়ে কেনওরকম মন্তব্য করতে চাননি সৌরভ। শেষে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান বিসিসিআই প্রেসিডেন্ট।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |