শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে নামার আগে কীভাবে সময় কাটাচ্ছে টিম ইন্ডিয়া, দেখুন ভিডিও

২৪ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) টি২০ সিরিজ (T20 Series) । তার আগে লখনউতে পৌছে টিম হোটেলে কীভাবে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketers) । দেখুন বিসিসিআইয়ের (BCCI)শেয়ার করা ভিডিও।
 

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ঘরের মাটিতে একদিনের সিরিজে ও টি২০ সিরিজে (T20 Series) একশো শতাংশ জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian cricket Team)। ক্যারেবিয়ানদের হোয়াইট ওয়াশ করার পর এবার টিম ইন্ডিয়ার (Team India)মিশন শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি২০ ও টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল। টি২০ সিরিজের প্রথম ম্য়াচ হবে লখনউ। ইতিমধ্যেই লখনউতে (Lucknow) শহরে পৌছে গিয়েছে মেন ইন  ব্লুরা। সেখানে গিয়ে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে (Bio Bubble)ঢুকে পড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), ইশান কিশানরা। সেখানে কীভাবে সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়া সেই ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাস থেকে নেমে সব ক্রিকেটাররা হোটেলে প্রবেশ করছে। ক্যামেরার সামনে হাত নাড়াতে দেখা যায় ক্রিকেটারদের। রয়েছে কড়া বিধিনিষেধও।  ক্রিকেটারদের দেখা যায়, নিজেদের মধ্যে গল্প করছেন। হোটেলে প্রবেশের পর অবসর সময়ে বিন্দাস মুডেও সময় কাটাতে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের। ক্য়ারাম বোর্ড খেলতে দেখা যায়  ইশান কিশানকে। ক্রিকেটারদের একে অপরের সঙ্গে গল্প করতেও দেখা যায়। 

Latest Videos

 

 

বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant) যে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলবে না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্য়াচের আগে ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে। তবে টি২০ দলে ফিরেছেন জসপ্রিত বুমরা। তাকে সহ অধিনায়কও ঘোষণা করা হয়েছে। এছাড়াও টি২০ সিরিজ থেকে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসনরা। এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দল।

ভারতীয় টি২০ দল-
রোহিত শর্মা, রুতরাজ গায়কোয়াড়, ইশান কিষান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব এবং আবেশ খান। 

টি২০ সিরিজের পর ২ ম্য়াচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। টেস্ট  দল থেকে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্য়ান চেতেশ্বর পুজারা ও অজিঙ্কে রাহানে। বাদ পড়েছেন বাংলার উইকেট রক্ষক ব্যাটসম্য়ান ঋদ্ধিমান সাহা। একইসঙ্গে দলে ফিরেছেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজা। দলে সুযোগ পেয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন কেএস ভরত। দলে সুযোগ পেয়েছেন উত্তর প্রদেশের স্পিনার সৌরভ কুমারও। এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট  সিরিজে ভারতীয় দল।

ভারতের টেস্ট দল-
রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্ত, কেএস ভরত, রবিচন্দ্র অশ্বিন (ফিটনেসের উপর), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ শামি, মহম্মদ শামি, উমেশ যাদব এবং সৌরভ কুমার (উত্তরপ্রদেশের স্পিনার)।

Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার