চলতি বছরে ভারতের মাটিতে আইপিএল, নীল নকশা প্রস্তুত করছে বিসিসিআই

Published : Jan 06, 2021, 07:23 PM IST
চলতি বছরে ভারতের মাটিতে আইপিএল, নীল নকশা প্রস্তুত করছে বিসিসিআই

সংক্ষিপ্ত

২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতের মাটিতে প্রতিযোগিতা করতে চায় বোর্ড সেই হিসেবে কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই ফ্রেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে মিনি নিলাম

করোনা মহামারীর কারণে গত বছর অনেক টালবাহানার আরব আমীরশাহির মাটিতে হয়েছিল আইপিএল। সেই সময় বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল আগামি মরসুমে দেশের মাটিতেই আইপিএল করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। সেই অনুযায়ী কাজও শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সব কিছুই নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতি কী থাকে, নতুন  স্ট্রেনের প্রকোপ কতটা তার উপর। দ্বিতীয় পছন্দ হিসেবে আমিরশাহী তো রয়েইছে।

বিসিসিআই সূত্রে খবর, আগামি আইপিএল ভারতে করতে তার একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। সেখানে বায়ো বাবল তৈরি করে ভারতে আইপিএল আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তবে সব ভেন্যুতে নয়, নির্দিষ্ট কিছু মাঠেই গোটা টুর্নামেন্ট করার ভাবনা-চিন্তা রয়েছে বোর্ডের। তবে এখনও কোন কোন মাঠে খেলা হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বোর্ড কর্তারা। তবে বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজিরা চাইছে ভারতে নয়, আগামি আইপিএলও হোক আরব আমিরশাহিতে। 

এছাড়াও ভারতীয় বোর্ড ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, ১১ ফেব্রুয়ারি নাগাদ, ছোট একটা নিলাম করা হবে। ট্রেডিং উইন্ডো খুলে দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের আগামী ২১ জানুয়ারির মধ্যে সেই সব ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে, যাদের তারা রাখতে চায় না। তারপর সেইসব ছেড়ে দেওয়া এবং নতুন কিছু ক্রিকেটার নিয়ে মিনি নিলামের আয়োজন করবে বোর্ড। একইসঙ্গে আসন্ন মুস্তাক আলি ট্রফিকে আইপিএলের মহড়া হিসেবে দেখছে বিসিসিআই।
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: চূড়ান্ত টানাটানি! আইপিএল-এর মেগা নিলামে ২৫.২০ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনল কেকেআর
আইপিএল ২০২৬ নিলাম লাইভ: ৭.২০ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে রবি বিষ্ণোই