Sourav Ganguly- এবার কী অবসর ভাঙছেন সৌরভ, ৩ ডিসেম্বর ইডেনে ব্যাট হাতে নামছেন 'দাদা'

রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচ। তারপর ৩ ডিসেম্বর ইডেনেই ২২ গজে নামবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। বিসিসিআই প্রেসিডেন্টের (BCCI President) ব্য়াট হাতে ফেরার খবরে খুশি ভক্তরা। 
 

২১ নভেম্বর রবিবার করোনা অতিমারীর ভয়াবহতার পর ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket)। সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে (T20 Match) মুখোমখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)। সিরিজ জয় হয়ে গেলেও নিয়মরক্ষার ম্যাচ ঘিরে তিলোত্তমায় চড়ছে উন্মাদনার  পারদ। মাঠে উপস্থিত থাকছে ইডেনের 'প্রাণ ভোমরা' দর্শকও। ইতিমধ্যেই মাঠ পরিদর্শন  করেছেন  ঘরের ছেলে তথা বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারত-নিউজিল্যান্ড ম্য়াচের আবহেই আরও একটি খবরে উন্মাদনা বেড়েছে কলকাতা (Kolkata)তথা বাংলার ক্রিকেট প্রেমিদের মধ্যে। কারণ আগামি ৩ ডিসেম্বর ইডেন গার্ডেন্সেই (Eden Gardens)  ফের ব্যাট হাতে ২২ গজে দেখা যাবে প্রাক্তন অধিনায়ককে। কোনও বিজ্ঞাপনের শুটিং নয়, ম্য়াচেই  ক্রিকেটের নন্দন কাননে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)।

Latest Videos

বিসিসিআইয়ের প্রেসিডেন্টের ব্যাট হাতে ২২ গজে নামার খবরে সৌরভ প্রেমিদের মধ্যে জল্পনা ওঠে তাহলে কী অবসর  ভাঙতে চলেছেন 'দাদা'। না অন্য কোনও প্রতিযোগিতা খেলতে নামবেন  সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুক্ষণের  মধ্যে পরিষ্কার হয়েছে সেই ছবিও। আসলে ৪ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিতহবে ভারতীয় ক্রিকেট  বোর্ডের সাধারণ বার্ষিক সভা। সেখানে ভারতীয় ক্রিকেটে আগামি এক বছরের রূপরেখা নির্ধারনের পাশাপাশি 'পোস্টমর্টেম' হবে সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার। প্রথা অনুযায়ী প্রতিবারই বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ  সভার আগের বিসিসিই কর্তারা নিজেদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ খেলেন। এবার কলকাতায় সভা হওয়ায় সেই ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। সেখানেই বিসিসিআইয়ের জার্সিতে প্যাড-গ্লাভস পড়ে ২২ গজে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। বোর্ড সভাপতি একাদশ এবং বোর্ড সচিব একাদশের ম্যাচ। অর্থাৎ সৌরভ বনাম জয় শাহ মুখোমুখি ক্রিকেট ম্যাচে। গতবার এই ম্য়াচে অর্ধশতরান করেছিলেন সৌরভ।  

নিজজের ক্রিকেট কেরিয়ারে যখনও ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছেন  সৌরভ গঙ্গোপাধ্যায় সেই ম্যাচ আলাদা মাত্রা পেয়েছে। গ্রেগ চ্যাপেলের সময় সৌরভ বাদ পড়া নিয়ে ভারতীয় দলের ম্য়াচ চলাকালীন প্রতিবাদেও গর্জে উঠেছে সৌরভ  প্রেমি ও কলকাতার ক্রিকেটার প্রেমিরা। সৌরভের  পাশে বরাবর থেকেছে ইডেন। এবার দীর্ঘ বছর পর ফের একবার ইডেনে খেলতে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না হোক, প্রদর্শনী ম্য়াচেও আরও একবার ইডেনের ২২ গজে ব্য়াট হাতে ঘরের ছেলেকে দেখার অপেক্ষায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ভক্তরা। নস্টালজিয়ায় ভাসতে তৈরি তিলোত্তমা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya