হায়দরাবাদকে হারিয়ে নক আউটে ওঠা কার্যত নিশ্চিৎ বাংলার, এবার লক্ষ্য তিন-এ ৩

রঞ্জি ট্রফি ২০২২ (Ranji Trophy) অব্যাহত বাংলার (Bengal)জয়। বরোদার পর এবার হায়দরাবাদকে (HYderabad) হারাল অরুণ লালের (Arun Lal)দল। আকাশ দীপ (Akash Deep), মুকেশ কুমার (Mukesh Kumar), শাহবাজ আহমেদদের (Shahbaz Ahmed) দাপটে ৭২ রানে জয় পেল বাংলা। 
 

রঞ্জি ট্রফি ২০২২ (Ranji Trophy)-এ অব্যাহত বাংলা ক্রিকেট দলের (Bengal Cricket Team)দুরন্ত ফর্ম। টানা দ্বিতীয় ম্য়াচ জিতল কোচ অরুণ লালের (Arun Lal)দল। দ্বিতীয় ম্য়াচে বাংলার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, ইশান পোড়েল (Ishan Porel), মুকেশ কুমার (Mukesh Kumar), আকাশ দীপ (Akash Deep), শাহবাজ আহমেদদের (Shahbaz Ahmed) বোলিংয়ে ভর করে ৬ পয়েন্ট ঘরে তুলল বাংলা। এই জয়ের ফলে নকআউটে যাওয়ার রাস্তা অনেকটাই চওড়া হল অধিনাাক অভিমূন্য ঈশ্বরণের দলের। এর আগে প্রথম ম্য়াচে বরোদার বিরদ্ধে কোণঠাসা অবস্থা থেকে দুরন্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে জয় পেয়েছিল বাংলা। দ্বিতীয় ম্য়াচেও চাপের মধ্যে ভালো পারফর্ম করল বাংলা। প্রথম ম্য়াচের মতই দ্বিতীয় ম্য়াচেও ব্য়াটে-বলে অনবদ্য পারফর্ম করে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন শাহবাজ আহমেদ। শেষ ম্য়াচে চন্ডীগড়ের বিরুদ্ধে খুব বড় অঘটন না ঘটলে বাংলার সরাসরি নকআউটে পৌছে যাবে। 

দ্বিতীয় ম্য়াচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দরাাদ। কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলার। সুদীপ ঘরামি, অভিমূন্য ঈশ্বরণরা রান পাননি। সেট হয়েও বড় রান করতে ব্যর্থ হন ঋত্ত্বিক চৌধুরী, সায়ন মণ্ডলরা। ঋত্ত্বিক করেন ৩৩ ও সায়ন ৩৪। অনুষ্টুপ মজুমদারও করেন ২৯ রান। শেষের দিকে অভিষেক পোড়েল ও শাহবাজ আহমেদ দুজন মিলে দলের স্কোর দুশো পার করায়। নিজের ঘরোয়া ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় ম্য়াচেও অর্ধশতরান করেন অভিষেক পোড়েল। শাহবাজ আহমেদ করেন ৪০ রান। প্রথম ইনিংসে ২৪২ রান করে বাংলা।  তে দুর্দান্ত শুরু করেছিলের ইশান পোড়েলরা। ৭০ রানেই হায়দরাবাদের সাত উইকেট ফেলে দিয়েছিল। কিন্তু তারপর প্রতিরোধ গড়ে তোলেন টি রবি তেজা ও তনয় থঙ্গরাজন। তাঁদের সৌজন্যে প্রথম ইনিংসে বড় লিডের সুযোগ হাতছাড়া হয় বাংলার।  রবি তেজা করেন ৮১ রান ও  টি থঙ্গরাজন করেন ৫২ রান। ২০৫ রানে শেষ হয় বাংলার ইনিংস। ৩৭ রানের লিড পায় বাংলা। 

Latest Videos

দ্বিতীয় ইনিংসেও ফের ব্যর্থ হয় বাংলার ব্য়াটিং লাইনআপ। ঋত্ত্বিক চৌধুরীর ৪১, অনুষ্টুপ মজুমদারের ৪২ ও শাহবাজ আহমেদের ৫১ রানের ইনিংসের সৌজন্যে ২০১ রান করে বাংলা। প্রথম ইনিংসের লিড নিয়ে হায়দরাবাদের টার্গেট দাঁড়ায় ২৩৯ রান। রান তাড়া করতে নেমে  ১৬ রানেই চার উইকেট পড়ে গিয়েছিল। তারপর পার্টনারশিপ গড়ে উঠলেও সঠিক সময় উইকেট নিয়ে নিজেদের দখলে ম্যাচ রাখে বাংলা। তবে বাংলার চাপ বাড়াতে থাকেন তিলক বর্মা। একা কুম্ভ হয়ে দাঁড়ান তিনি। যদিও কোনও সতীর্থকে সেভাবে পাশে পাননি। শেষ পর্যন্ত ৯০ রান করে আউট হন তিলক ভার্মা। ১৬৬ রানে সেষ হায়দরাবাদের ইনিংস। ৭২ রানে ম্য়াচ জেতে বাংলা। সর্বোচ্চ ৪টি উইকেট নেন আকাশ দীপ, ৩টি উইকেট নেন শাহবাজ আহমেদ, ২টি মুকেশ কুমার ও একটি ইশান পোড়েল। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপের শীর্ষে চলে এল বাংলা। শেষ ম্য়াচ চন্ডীড়ের বিরুদ্ধে না জিতলেও রান রেটের বিচার আসবে। তবে জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চলেছে বাংলার ছেলেরা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী