বাঙালির নববর্ষে চান ইলিশের রসনা তৃপ্তি , জানিয়ে দিলেন কেকেআরের অজি তারকা

সামনেই বাঙালির নববর্ষ। আইপিএল ২০২২ (IPL 2022) -এ কেকেআর (KKR) দলে যোগ দিয়েছেন অজি অধিনায়ক। বাংলার নববর্ষে (Bengali Happy New Year 2022) ইলিশ খাওয়ার ইচ্ছের কথা জানালেন অ্যারন ফিঞ্চ। 
 

আইপিএল ২০২২-এ শুরুটা খুব একটা খারাপ করেনি কলকাতা নাইট রাইডার্স। ৫টি খেলার মধ্যে দুটি ম্যাচে হেরেছে কেকেআর। ৩টি ম্যাচে জয় পেয়েছে শ্রেয়স আইয়রের দল। তবে এবার দলটার শারীরিক ভাষাই অন্যরকম। ১৫ তারিখ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নামবে কেকেআর। তবে তার আগে নাইট শিবিরে একটু উৎসবের আমেজ বলা যেতেই পারে। কারণ সামনেই বাংলার নব বর্ষ। দলে বাঙালি প্লেয়ার না থাকলেও, এই দিনটিতে সোশ্যাল মিডিয়ায় বাংলার সকলকে শুভেচ্ছা জানানো হয় ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে। আর এবার সেই দিনে কোন খাবার চেখে দেখত চান কেকেআরের অস্ট্রেলিয় তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ তা সাফ জানিয়ে দিলেন। ইলিশ মাঝের কোনও রেসিপি তিনি খাবেন বলে জানিয়ে দিয়েছেন।

পাকিস্কান সফর শেষে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন অ্যারন ফিঞ্চ। প্রথম একাদশে জায়গা কবে পাবেন তা নিয়ে এখনও অবশ্য কিছু জানা যায়নি। তবেএসেই অনুশীলনে নেমে পড়েছে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক। এরই ফাঁকে কলকাতা তথা বাংলার ইলিশ প্রেমের কথা শুনেছেন বলে জানিয়েছেন অজি তারকা। কলকাতায় এসে বাঙালি খাবার নিয়েও আগ্রহ দেখিয়েছেন তিনি। বিশেষ করে ইলিশ মাছের স্বাদ না নিয়ে যে এবার দেশে ফিরবেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন কেকেআরের নতুন তারকা। আসলে কেকেআর ফ্যানেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন উত্তর পর্বে যোগ দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। সেখানে ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার তথা জন্মসূত্রে একজন বাঙালি ইশা গুহ ফিঞ্চের কাছে জানতে চান ইলিশ মাছের স্বাদ নিয়েছেন কিনা। তখনই তিনি জানান এবার বাঙালির নববর্ষে 'মাছের রাজার' স্বাদ নেবেন। ফিঞ্চ বলেন,  ‘না, এখনও ইলিশ খাওয়া হয়নি। তবে শুনেছি সামনেই বাঙলার নববর্ষ আসছে। তখন ইলিশ খেয়ে দেখব।’ প্রকারন্তরে নববর্ষে নিজের ইচ্ছের কথাও জানিয়ে দিলেন অজি তারকা।

Latest Videos

 

 

প্রসঙ্গত, আইপিএল ২০২২-এর মেগা নিলামে প্রথমে দল পাননি অ্যারন ফিঞ্চ। পরে ইংল্যান্ড তারকা অ্যালেক্স হেলস আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়ায় অজি তারকাকে দলে নেয় নাইটরা। আইপিএলের সবথেকে বেশি দলের হয়ে ক্রিকেট খেলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম ফিঞ্চ। কেকেআরে এতদিন খেলা হয়ে ওঠেনি। ভাগ্যের জোরে সেই সুযোগও তৈরি হয়ে গেল। পাকিস্তান সফর থেকে নাইট শিবিরে যোগ দেওয়ার তাকে স্বাগত জানিয়েছেন গোটা। অনুশীলনেও নেমে পড়েছেন তিনি। এবার প্রথম একাদশে সুযোগ পেলে নিজেরর সেরাটা দেওয়ার অপেক্ষায় অ্যারন ফিঞ্চ। টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে পেয়ে খুশি কেকেআরও।

আরও পড়ুনঃআইপিএলে ৮ ভারতীয় তারকাদের বউ, যাদের রূপ দেখলে ঘুম উড়বে আপনারও

আরও পড়ুনঃকেউ অভাবে কেউ স্বভাবে, খেলার জগৎ ছেড়ে পর্ণ দুনিয়া মাতাচ্ছেন এই ক্রীড়াবিদরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের