রবিই ফের কোচ, বিরাটই কি নাড়লেন কলকাঠি! ক্রিকেট ভক্তদের ক্ষোভের মুখে কপিলরা

ভারতীয় দলের পরবর্তি প্রধান কোচ নিয়ে জল্পনা ছিল। ক্রিকেট উপদেষ্টা কমিটি ফের রবি শাস্ত্রীকেই এই পদের জন্য বেছে নিল। ২০২১ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এই নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ভক্তরা।

 

গত কয়েকদিন ধরেই ভারতীয় দলের পরবর্তি প্রধান কোচ কে হবেন তাই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ক্রিকেট উপদেষ্টা কমিটির মাথা কপিল দেব জানিয়ে দিলেন আর কেউ নন, রবি শাস্ত্রীই ২০২১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে থাকবেন। এদিন তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি কোচ পদপ্রার্থী পাঁচজনের সাক্ষাতকার নেন (ফিল সিমন্স নিজেকে সরিয়ে নিয়েছিলেন)। তারপরই রবিকে বাছা হয়।

এদিন সাংবাদিক সম্মেলনে কপিল জানান, কোচ পদপ্রার্থী পাঁচজনই ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত ছিলেন। কিন্তু দলের সঙ্গে পরিচিতি বেশি থাকার সুবাদে শাস্ত্রীকেই বেছে নেওয়া হল। তবে ক্রিকেট উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্ত ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারেননি। তাঁরা মনে করছেন ভারতীয় দলের কোচ হিসেবে শাস্ত্রী আর চলবেন না।

কোচ বাছাইয়ের বিষয়ে বিরাট কোহলির কোনও ভূমিকা ছিল না, কপিলরা এমন দাবি করলেও ভারতীয় ক্রিকেট ভক্তরা মনে করছেন ভারত অধিনায়কের কলকাঠিতেই রবি শাস্ত্রী কোচ হিসেবে টিকে গেলেন। অনেকেই বলছেন বিরাট যতদিন অধিনায়ক থাকবেন,কোটের পদে শাস্ত্রীও থেকে যাবেন। কারণ তিনি বিরাটের ইয়েসম্যান, তাই বিরাট তাঁকে ছাড়া আর কাউকে কোচ হিসেবে মেনে নেবেন না।

একনজরে দেখে নেওয়া যাক রবি শাস্ত্রীর ফের ভারতীয় দলের দায়িত্ব পাওয়া নিয়ে নেটিজেনরা কী প্রতিক্রিয়া দিলেন -

 

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News