রবিবার বিশ্বসেরার লড়াইয়ে ভারত বনাম বাংলাদেশ, যশস্বীদের তাতালেন পূজারা-রাহানেরা

  • অনুর্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছে ভারত এবং বাংলাদেশ
  • ভারতীয় অনুর্ধ ১৯ দলের লক্ষ্য তাদের পঞ্চম বিশ্বকাপ জয়
  • বাংলাদেশের ছোটদের লক্ষ্য তাদের প্রথম অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়
  • ভারতীয় তারকারা শুভকামনা জানালেন অনুর্ধ ১৯ দলকে
     

Reetabrata Deb | Published : Feb 8, 2020 4:20 AM IST / Updated: Feb 08 2020, 02:38 PM IST

রবিবার চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে নামতে চলেছে ভারত এবং বাংলাদেশের অনুর্ধ ১৯ দল। এখনও অবধি নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন ভারতীয় অনুর্ধ ১৯ দলের তরুণ তারকারা। এর আগে ভারতীয় দল অনুর্ধ ১৯ বিশ্বকাপ জিতেছে চারবার। রবিবার প্রিয়ম গর্গের দলের লক্ষ্য থাকবে পঞ্চম অনুর্ধ ১৯ বিশ্বকাপ ঘরে তোলা। সমানে সমানে লড়াই পেশ করতে মরিয়া থাকবে বাংলাদেশও। তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশের ইতিহাসে প্রথম অনুর্ধ ১৯ বিশ্বকাপটি জয় করা। 

সেই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারতের অনুর্ধ ১৯ দলকে শুভকামনা জানালেন চেতেশ্বর পূজারা-রা। বিসিসিআই সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। যাতে পূজারাকে দেখা যাচ্ছে অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা এবং বিজয় শঙ্করের মতো খেলোয়াড়দের। সকলেই রবিবারের ফাইনালের জন্য ভারতীয় অনুর্ধ ১৯ দলের ছোটদের শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহুর্তে তারা রয়েছেন নিউজিল্যান্ডে। কেউ কেউ রয়েছেন বাকি ওয়ান ডে ম্যাচগুলির স্কোয়াডে। বাকিরা রয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতে চলা দুটি ম্যাচের টেস্ট স্কোয়াডে। এদের মধ্যে পূজারা আগে খেলে এসেছেন অনুর্ধ ১৯ বিশ্বকাপ। ২০০৬ সালের অনুর্ধ ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পূজারা। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন পূজারা। ৩৪৯ রান করেছিলেন তিনি ওই টুর্নামেন্টে। 

ফাইনালের আগে দুই দলই রয়েছে দুর্দান্ত ফর্মে। সেমিফাইনালে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা জয় পেয়েছে সাত উইকেটে। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৪ রানের ব্যবধানে হারানোর পর সেমিফাইনালে পাকিস্তানের সামনে পড়েছিল ভারত। সেই ম্যাচে পাকিস্তানের করা ১৭২ রান তাড়া বিনা উইকেট খুইয়েই তুলে দেয়। এবার দেখার দুর্ধর্ষ ফর্মে থাকা দুই দলের মধ্যে পচফস্ট্রুমে রবিবার জয়ের হাসি হাসবে কোন দল, সেদিকে এখন নজর ক্রিকেট বিশ্বের। 

Share this article
click me!