
আইপিএল ২০২২ মেতে ক্রিকেট দুনিয়া। এমনিতেই আইপিএলকে লোকে বলে ক্রিকেট ও বিনোদনের এক অদ্ভূত মিশেল। আর বলতে গেলে আইপিএল সত্যিই ক্রিকেটের সাথে সকলকে আরও নানা ধরনের বিনোদন দিয়ে থাকে। গতবারই যেমন আইপিএলে সিএসকের ম্য়াচের শেষে দীপক চাহার স্টেডিয়ামে গিয়ে তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পড়িয়ে দিয়েছিলেন। যেই ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। এছাড়াও স্টেডিয়ামে দর্শকও তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এমন দৃশ্যও আগে দেখা গিয়েছে আইপিএলের ম্যাচ চলাকালীন। কিন্তু এবার যে দৃশ্য দেখা গেল তা আগে আইপিএলের মঞ্চে আগে কখনও দখা গিয়েছে কিনা সন্দেহ। যা রীতিমত ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
শনিবার আইপএলে ম্যাচ ছিল গজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালসের। পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে চলছিল খেলা। সকল দর্শক যখন ম্য়াচের রোমাঞ্চ উপভোগ করতে ব্যস্ত, তখন মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে এক তরুণ-তরুণী ব্যস্ত ছিলেন নিজেদের রোমান্সে। সম্প্রচারকারী চ্য়ানেলের ক্যামেরা হঠাৎ নজর পড়ে ও যুগলের উপর। লাইভ ম্য়াচে ক্য়ামেরা ঘোরাতেই দেখা যায় মাঠে বসেই গভীর চুম্বনে ব্যস্ত তারা। ঠোটে ঠোট ঠেকিয়ে অন্য দুনিয়ায় মগ্ন তারা। যুগলের চুম্বনের দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ঝড়ের গতিতে ভাইরাল হয় ছবি। এর আগে বিদেশের মাঠে এমন দৃশ্য দেখা গেলেও আইপিএলের মাঠে এই প্রথম। এতটাই নিজেদের রোমান্সে মগ্ন ছিলেন যে তারা পাশের দর্শকদের কথা মাথায় নেই। তাদেল চুম্বনরত অবস্থায় দেখে রীতিমত এক মহিলাকে লজ্জা পেতেও দেখা যায়। যেই ছবিও নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়িয়েছে।
কে এই চিত্রগ্রাহক যিনি এই ছবি তুলে ধরেছেন নেটিজেনরা তা খোঁজও শুরু করেন। কেই করেছেন সমালোচনা আবার এমন দৃশ্য তুলে ধরার জন্য প্রশংসাও করেছেন ও চিত্রগাহকের। অবশ্ দর্শকদের মাঝে বসে এমন করায় নেটিজেনদের রোষের মুখেও পড়তে হয়েছে ওই তরুণ তরুণীকে। অনেক নেটিজেনদের আবার মন জয় করে নিয়ছেন ওউ তরুণী।
প্রসঙ্গত, গুজরট টাইটানস বনাম দিল্লি ক্য়াপিটালস ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৭১ রান করেছিল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাট টাইটানসের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছিলেন শুবমান গিল। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে শেষ হয় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ঋষভ পন্থ। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন লকি ফার্গুসন। ১৪ রানে ম্য়াচ জিতে আইপিএলে টানা দ্বিতীয় জয় পেল হার্দিক পান্ডিয়ার দল।
আরও পড়ুনঃহট বিকিনি লুক থেকে নির্মল সৌন্দর্য, কেকেআরের ১০ ক্রিকেটারের বউ ও বান্ধবীরা ঘুম উড়িয়ে দেবে