তিন মাসের জন্য শাস্তির কোপে, নতুন স্পিনারকে নিয়ে চিন্তা বাড়ল কেকেআর-এর

  • অস্ট্রেলিয়ার স্পিনার ক্রিস গ্রিন
  • নিলামে গ্রিনকে দলে নিয়েছিল কেকেআর
  • অফ স্পিন বোলিং করেন গ্রিন
  • তিন মাসের জন্য শাস্তি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
     

কুড়ি লাখ টাকায় তাঁকে আইপিএল নিলামে দলে নিয়েছিল কেকেআর। সেই অস্ট্রেলিয় স্পিনার ক্রিস গ্রিন-এর বোলিংয়ের উপর নব্বই দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সন্দেহভাজন বোলিং অ্যাকশনের জন্য বিগ ব্যাশ লিগ-এ সিডনি থান্ডার্স দলে খেলা গ্রিন- এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে ছাব্বিশ বছর বয়সি এই স্পিনারের পক্ষে বিবিএল-এর বাকি ম্যাচগুলো খেলার সুযোগ বেশ কমে গেল। 

অস্ট্রেলিয়া ঘরোয়া টি টোয়েন্টি লিগের পর গ্রিন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ভাল বোলিং করেছিলেন। চলতি বিবিএল-এও নজর কেড়েছেন তিনি। পাওয়ার প্লে- তেও  ব্যাটসম্যানকে হাত খুলে মারার সুযোগ দেন না গ্রিন। এটাই তাঁর বোলিংয়ের সবথেকে বড় ইউএসপি। সেই কারণেই প্রতিশ্রুতিমান এই স্পিনারকে দলে নিয়েছিল কেকেআর। 

Latest Videos

আরও পড়ুন- পাঁচ বলে পাঁচ ছক্কা, ব্যাট হাতে ঝড় তুললেন কেকেআর-এর নতুন সদস্য, দেখুন ভিডিও

বেশ কিছুদিন ধরেই সন্দেহভাজন বোলিং অ্য়াকশনের জন্য নজরে ছিলেন গ্রিন। শেষ পর্যন্ত গত সপ্তাহে সিডনি থান্ডার্স বনাম মেলবোর্ন স্টার্স ম্যাচের পরই রবিবার তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়। এর পরই তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এমনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার ফলে আইপিএল-এ বোলিং করতে কোনও অসুবিধা হবে না গ্রিন-এর। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর বোলিং অ্যাকশনের উপর নিষেধাজ্ঞা জারি করার পরে ভারতেও যে তাঁর উপর আম্পায়ারদের কড়া নজর থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে অবশ্য জানানো হয়েছে, গোটা প্রক্রিয়াতেই সিডনি থান্ডার্স এবং ক্রিস গ্রিন পূর্ণ সহযোগিতা করেছেন। 
 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News