ক্রিকেট সাউথ আফ্রিকা টি২০ লিগে (Cricket South Africa T20 League) দল কিনেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। নতুন লিগে তাদের দলের নতুন নাম ঘোষণা করল সিএসকে (CSK)। একইসঙ্গে জানালো প্রথম৫ সই করা প্লেয়ারের নাম।
প্রথমবার সাফল্যের মুখ না দেখলেও ফে একবার ঘরোয়া টি২০ লিগ শুরু করছে ক্রিকেট সাউথ আফ্রিকা। বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি বিদেশের অন্যান্য টি২০ লিগগুলিতেও দল কিনছে। আরব আমিরশাহি ও দক্ষিণ আফ্রিকায় নতুন করে শুরু হতে চলা ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে দল কিনেছে আইপিএল দলের মালিকরা। ক্রিকেট সাউথ আফ্রিকার টি২০ লিগে ৬টি দলই কিনেছে আইপিএল দলগুলি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে জোহানেসবার্গের দলটি কিনেছে আইপিএল ফ্র্যাঞ্চাই চেন্নাই সুপার কিংস। 'জোহানেসবার্গ সুপার কিংস' দলের নাম হতে চলেছেবলে আগেই জানা গিয়েছিল কিন্তু এতদিন কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সিএসকের দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে নাম 'জোহানেসবার্গ সুপার কিংস'।
একসঙ্গে 'জোহানেসবার্গ সুপার কিংস' -যে ৫ জন ক্রিকেটারকে কিনেছে সেই কথাও জানানো হল ফ্যাঞ্চাইজির তরফে। আইপিএলে ২০২২ মানে দলের দীর্ঘ দিনের দক্ষিণ আফ্রিকাপ কারকা ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিকে ধরে রাখতে পারেনি সিএসকে। তাকে দলে নেয় আরসিবি। তবে দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে ফের ফাফ ডুপ্লেসিকে ফেরানো হয়েছে সুপার কিংস পরিবারে। সরকারি ঘোষণা না হলেও দলের অধিনায়কও হতে চলেছেন ফাফ। এছাড়া আইপিএলের চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার মইন আলি ও মহেশ থিকসানাকেও দলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা রোমারিও শেফার্ডকে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের জন্য সিএসকে দলে নেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার ২১ বছর বয়সী ডানহাতি পেসার জেরাল্ড কোয়েটজিকে জেএসকে দলে নেওয়া হয়েছে। দলের প্রদান কোচ সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং।
জোহানেসবার্গ সুপার কিংসে খেলার জন্য ফাফ ডুপ্লেসি পাচ্ছেন ৩ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। মইন আলি ৪ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকায় যোগ দিয়েছেন জোহানেসবার্গ সুাপর কিংস দলে। শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকসানাকে ২ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে দলে নিয়েছে জেএসকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা। রোমারিও শেফার্ডকে জেএসকে দলে নেওয়া হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে। এছাড়া দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজিকে জোহানেসবার্গ সুপার কিংস দলে নেওয়া হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪০ লক্ষ টাকার বিনিময়ে।