প্রথম সুযোগেই স্বপ্নপূরণ, তৃতীয় ওডিআইতে অভিষেক হতে পারে বাংলার শাহবাজ আহমেদের

সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে ট্রফি জয় নিশ্চিৎ হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। সিরিজের তৃতীয় ম্য়াচ জিতে আয়োজকদের হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য কেএল রাহুলের (KL Rahul) দলের। অপরদিকে সম্মান রক্ষা করার লক্ষ্যে রেগিস চাকাবাভার (Regis Chakabva)দল। তৃতীয় ম্যাচে ভারতীয় দলে অভিষেক হতে পারে শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed)। 

জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত প্রথম দলে ছিলেন না তিনি। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে সামনে আসে ওয়াশিংটন সুন্দরের চোট পাওয়ার খবর। আর সেখানেই ভাগ্যের দরজাটা খুল যায় শাহবাজ আহমেদের। আইপিএলে ২০২২-এ লাগাতার রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফরম্যান্স। রঞ্জি ট্রফিতেও বাংলা দলকে একার হাতে জিতিয়েছেন একাধিক ম্যাচ।  তারপর থেকই ভারতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন বাংলার শাহবাজ আহমেদ। অবশেষে সেই ডাক আসায় খুশি ছিসলেন বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার। তবে এবার সেই খুশি দ্বিগুন হতে চলেছে শাহবাজ আহমেদ সহ বঙ্গবাসীর জন্য। কারণ জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্য়াচে  ভারতীয় দলের প্রথম একাদশে শাহবাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে ফেলছে ভারতীয় ক্রিকেট দল। তৃতীয় ম্যাচে হোয়াইট ওয়াশ করা লক্ষ্য হলেও দলে একাধিক পরিবর্তন হতে পারে। তারমধ্য একটি হল অক্ষর প্যাটেলের জায়গায় শাহবাজ আহমেদকে সুযোগ দেওয়া। কারণ সিরিজের প্রথম দুটি ম্যাচে অক্ষর খেলেছেন। আর অক্ষর  ও শাহবাজ আহমেদ দুজনেই বাঁ হাতি স্পিনার ও ব্য়াট করতে পারে। ফলে ধরন দুজনেরই এক।  ফলে অক্ষর প্যাটেলের জায়গায় খেলতেশাহবাজের খেলা প্রায় পাকা বলেই মনে করা হচ্ছে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই শাহবাজ বলেছিলেন প্রথম একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। ভারতীয় দলের জন্য একজন নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে ওঠাই যে তার লক্ষ্য সেই কথাও জানিয়েছিলে শাহবাজ। এছাড়াও দলে হতে পারে আরও বেশ কয়েকটি পরিবর্তন। শিখর ধওয়ান ও ইশান কিশানের জায়গায় খেলতে পারেন রতুরাজ গায়োকোয়াড় ও রাহুল ত্রিপাঠী।

Latest Videos

প্রসঙ্গত, আইপএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ২৭৯ রান ককরেছেন শাহবাজ আহমেদ। উইকেট নিয়েছেন ১৩টি। ফার্স্ট ক্লাস কেরিয়ারে ১৮ ম্যাচে ১০৪১ রান করেছেন শাহবাজ। গড় ৪১.৬৪, সর্বোচ্চ স্কোর ১১৬, শতরান ১টি, অর্ধশতরান ৭টি। বল হাতে ১৮ ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। ৫৭ রান দিয়ে ৭ উইকেট তার বেস্ট বোলিং ফিগার।

এক ঝলকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ-
কেএল রাহুল (অধিনায়ক)
রুতুরাজ গায়কোয়ার
শুবমান গিল
রাহুল ত্রিপাঠী
সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক)
দীপক হুডা
শাহবাজ আহমেদ
শার্দুল ঠাকুর
দীপক চাহার
আবেশ খান
কুলদীপ যাদব

আরও পড়ুনঃহোয়াইট ওয়াশ করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া, সম্মান রক্ষা করতে কী পারবে জিম্বাবোয়ো, জানুন তৃতীয় ম্যাচের প্রেডিকশন

আরও পড়ুনঃদলে হতে পারে অনেক পরিবর্তন, দেখে নিন জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল