আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস (CSK vs PBKS)। জয়ে ফিরতে মরিয়া মায়াঙ্ক আগরওয়ালের দল। অপরদিকে প্রতিযোগিতা তৃতীয় জয়ের লক্ষ্যে রবীন্দ্র জাদেজার দল।
সোমবার আইপিএল ২০২২-এর মেগা ফাইটে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। প্রথম পর্বের সাক্ষাতে পঞ্জাবের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। কিন্তু এই মরসুম খুব একটা ভালো যায়নি রবীন্দ্র জাদেজা ও মায়াঙ্ক আগরওয়ালের দলের। ধারাবাহিকতার অভাব প্রদান সমস্যা এই দুই দলের কাছে। বর্তমানে ৭টি ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়ে লিগ টেবিলের ৮ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। অপরদিকে ৭টির মধ্যে দুটি জয় নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে সিএসকে। ফলে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয় দরকার দুই দলের কাছেই। আরও একটি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
তৃতীয় জয়ের লক্ষ্যে সিএসকে-
প্রথম চারটি ম্য়াচে হার দিয়ে মরসুম শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে কিছুটা ঘুড়ে দাঁড়িয়েছে রবীন্দ্র জাদেজার দল। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছে এমএস ধোনি। ফলে আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে সিএসকের। তবে এখনও বশ কিছু সমস্যা রয়েছে চেন্নাই দলে। ব্যাটিং লাইনআরে রুতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ডু, শিবম দুবেরা রান করলেও রয়েছে ধারাবাহিকতার অভাব। রবীন্দ্র জাদেজাকেও এখনও নিজের সেরা ফর্মে পাওয়া যায়নি। ফিনিশার ধোনির কামব্যাক অবশ্য বড় প্রাপ্তি সিএসকের। বোলিং লাইনআপে ডোয়েইন ব্রাভো, মুকেশ চৌধুরী, মাহেশ থিকসানা, মিচেল স্যান্টনারদের ফর্ম কিছুটা স্বস্তি দিয়েছে চেন্নাই ম্যানেজমেন্টকে। সব মিলিয়ে আজ পঞ্জাবের বিরুদ্ধে জিততে মরিয়া সিএসকে।
জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব কিংস-
ধারাবাহিকতার অভাব বড় সমস্যা এই দলটার কাছেও। শেষ দুই ম্যাচে হায়দরাবাদ ও দিল্লির কাছে হার লিগ টেবিলে অঙ্কের লড়াইয়ে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে মায়াঙ্ক আগরওয়ালের দলকে। শেষ চারে যাওয়ার পথ মসৃণ রাখতে হলে সিএসকের বিরুদ্ধে যেনতেন প্রকারে জয়ে ফিরতে চাইছ পঞ্জাব। তবে দদলের বেশ কিছু জায়গার ঘাটতি পূরণ করতে হবে অনিল কুম্বলের দলকে। প্রথমত ব্যাটিং লাইনআপে ধারাবিহকভাবে ছন্দে ফিরতে হবে মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধওয়ান, লিয়াম লিভিংস্টোনদের মত অভিজ্ঞ ব্যাটসম্য়ানদের। জিতেশ শর্মা, শাহরুখ খানরাও এখনও নিজের সেরাটা দিতে পারেনি। বোলিং লাইনে একমাত্র রাহুল চাহার ছাড়া কাগিসো রাবাডা, অর্শদীপ সিংদেরও খুন একটা ফর্মে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে সিএসকের বিরুদ্ধে নিজেদে সেরাটা উজার করে দিয়ে জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব।
পিচ রিপোর্ট-
চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ে পিচ ব্যাটিং সহায়ক। এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যা ম্যাচে বড় ভূমিকা নিয়ে থাকে। তাই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তই সঠিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ম্যাচ প্রডেকিশন-
চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা একার হাতেই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। তবে দুই দলের ব্য়াটি-বোলিং বিভাগের সামগ্রিক শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে কিছুটা এগিয়ে মায়াঙ্ক আগরওয়ালের দল। সাম্প্রতিক ফর্মের নিরিখেও একই জায়গায় রয়েছে দুই দল। তাই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যেই দল টস জিতবে তাদেরই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।