CSK vs PBKS- ব্যর্থ অম্বাতি রায়ডুর লড়াই, চেন্নাইকে ১১ রানে হারিয়ে জয়ে ফিরল পঞ্জাব

Published : Apr 25, 2022, 11:38 PM ISTUpdated : Apr 25, 2022, 11:43 PM IST
CSK vs PBKS- ব্যর্থ অম্বাতি রায়ডুর লড়াই, চেন্নাইকে ১১ রানে হারিয়ে জয়ে ফিরল পঞ্জাব

সংক্ষিপ্ত

আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস (CSK vs PBKS)। প্রথমে ব্য়াট করে ১৮৭ রান করল পঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করলেন শিখর ধওয়ান। জবাবে সিএসকের ইনিংস শেষ হয় ১৭৬ রানে। ১১ রানে ম্যাচ জেতে পঞ্জাব।   

আইপিএল ২০২২-এ ফের হার চেন্নাই সুপার কিংসের। রুদ্ধশ্বাস ম্য়াচে ১১ রানে ম্য়াচ জিতল পঞ্জাব কিংস। ম্য়াচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা। প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে।  দলের হয়ে এদিনও বড় রান করতে ব্যর্থ হন মায়াঙ্ক আগর ওয়াল। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৫৯ বলে ৮৮ রানের ইনিংস খেলেন শিখর ধওয়ান। এছাড়া ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলেন ভানুকা রাজাপক্ষ। শেষের দিকে ৭ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে সিএসকে। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন অম্বাতি রায়ডু। এছাড়া  ৩০ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। ২১ রান করেন জাদেজা। জয়ে ফিরে খুশি মায়াঙ্ক আগরওয়ালের দল।

 

 

এদিন টস হেরে ব্য়াট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি পঞ্জাব কিংসের দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধওয়ান।  ৩৭ রানে প্রথম উইকেট পড়ে পঞ্জাবের। ১৮ রান করে মহেশ থিকসানার বলে আউট হন মায়াঙ্ক আগরওয়াল। এরপর ইনিংসের রাশ ধরেন ধওয়ান ও ভানুকা রাজাপক্ষ। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন দুই বাঁ-হাতি তারকা ব্যাটসম্য়ান। ধওয়ান ও রাজাপক্ষের ব্যাটে ভর করেও পঞ্জাব কিংসের স্কোর একশো পার হয়। নিজের অর্ধশতরান পূরণ করেন শিখর ধওয়ান। নিজেদের মধ্যে শতরানের পার্টনারশিপও পূরণ করেন দুই তারকা।অবশেষে ১১০ রানের পার্টনারশিপ করার পর ভাঙে জুটি। দলের ১৪৭ রানে ব্যক্তিগত ৪২ রান করে ডোয়েইন ব্রাভোর বলে আউট হন ভানুকা রাজাপক্ষ। এরপর ক্রিজে আসেন লিয়াম লিভিংস্টোন।  মারকাটারি শট খেলতে শুরু করেন। অপরদিকো নিজের ইনিংস চালিয়ে যান শিখর ধওয়ানও।  ১৭৪ রানে তৃতীয় উইকেট পড়ে পঞ্জাবের। ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ডোয়াইন ব্রাভোর বলে আউট লিয়াম লিভিংস্টোন। শেষ ওভারে ৬ রান করে রান আউট হন জনি বেয়ারস্টো। শেষ পর্যন্ত ১৮৭ রানে থামে পঞ্জাব কিংসের ইনিংস। শেষ পর্যন্ত ৮৮ রান করে অপরাজিত থাকেন শিখর ধওয়ান। 

 

 

রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। ১০ রানে প্রথম উইকেট পড়ে সিএসকের। ১ রান করে সন্দীপ শর্মার বলে আউট হন বিন উথাপ্পা। মিচেল স্য়ান্টনারও বড় রান পাননি। দলের ৩০ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হন মিচেল স্যান্টনার। ৪০ রানে তৃতীয় উইকেট পড়ে সিএসকের। ৮ রান করে ঋষি ধওয়ানের বলে আউট হন শিবম দুবে। এরপর ইনিংসের রাশ ধরেন রুতুরাজ গায়কোয়ার ও অম্বাতি রায়ডু। একদিক থেকে রুতুরাজ ধরে রাখলেও অপরদিক থেকে আক্রমণাত্মক ইনিংস খেলা শুরু করেন রায়ডু। দুজন মিলে ৪৯ রানের পার্টনারশিপ করেন। দলের ৮৯ রানের মাথায় ব্যক্তিগত ৩০ রান করে কাগিসো রাবাডার বলে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। এরপর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। দুজন মিলে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান স্কোর। বিশেষ করে বিধ্বংসী ব্যাটিং করেন রায়ডু। ঝড়ে গতিতে নিজের অর্ধশতরান করেন তিনি। ৬৪ রানের পার্টনারশিপ করারর পর ভাঙে জুটি। ১৫৩ রানে পড়ে পঞ্চম উইকেট। ৭৮ রান করে আউট হন অম্বাতি রায়ডু। শেষের দিকে ধোনি চেষ্টা করলেও ১২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ১৭৬ রানে থামে চেন্নাই। ২১ রানে অপরাজিত থাকেন জাদেজা। ১১ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল পঞ্জাব কিংস। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা