'বলম স্বামী' গান সঙ্গে 'পুষ্পা' স্টাইল, নিজস্ব ভঙ্গিতে পাকিস্তান মাতালেন ডেভিড ওয়ার্নার

এবার পুষ্পা (Pushpa) স্টাইলে ভাইরাল (Viral) অস্ট্রেলিয়ার  (Australia) তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় পুষ্পা ছবির গান ও সিগনেচার স্টাইল করতে দেখা যায় অজি তারকা ক্রিকেটারকে।
 

মজার ভিডিও তৈরি করায় অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ার ডেভিড ওয়ার্নারের (David Warner) জুরি মেলা ভার। গোটা লকডাউন পর্বে ওয়ার্নারের একের পর এক ভিডিও মনোরঞ্জন করেছিল সকলকে। সেই কাজে তাকে সঙ্গে দিয়েছেন তার স্ত্রী ও  মেয়েরা। বাহুবলী থেকে শুরু করে শাহরুখ খানের ডন, এছাড়া দক্ষিণী সিনেমার একাধিক চরিত্র সব ভূমিকাতেই নিজেকে তুলে ধরেছেন অজি তারকা। টিকটক সুপার স্টারও হয়ে উঠেছিলেন তিনি। নিজের ইনস্টাগ্রামেও সেই সকল ভিডিও শেয়ার করে থাকেন অজি ওপেনার। দক্ষিণী সিনেমার খুবই বড় ভক্ত ডেভিড ওয়ার্নার। সেখানে বর্তমানে ষেখানে 'পুষ্পা' (Pushpa)জ্বরে কাবু সকলেই, সেখানে ডেভিড ওয়ার্নারই বা পিছিয়ে থাকেন কী করেন। এবার পাকিস্তানের (Pakistan)বিরুদ্ধে মাঠে খেলার সময়  'পুষ্পা' স্টাইল করতে ও 'বলম স্বামী' গানে নাচতে দেখা গিয়েছে অজি তারকা ওপেনারকা।

বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে অস্ট্রলিয়া ক্রিকেট দল। রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন ডেভিড ওয়ার্নার। সেই সময় দর্শকরা ওয়ার্নার-ওয়ার্নার বলে চিৎকার করতে থাকে। তখন দর্শকদের ভালোবাসার ফিরিয়ে দিতে পুষ্পার অনুকরণ করেন ডেভিড ওয়ার্নার। প্রথমে তাকে দেখা যায় 'বলম স্বামী' গানের সিগনাচার স্টেপটি করতে। যা দেখে হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে। তারপর ফের দর্শকরা চিৎকার করে থাকে ডেভিড ওয়ার্নারের নাম ধরে। সেই সময়  'পুষ্পা'-এর সিগনেচার ডায়লগ 'ঝুকেগা নেহি...'-তে পোজ দিতে দেখা গিয়েছে।  ডেভিড ওয়ার্নারের এই দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। অজি তারকার কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে খুশি পাক সমর্থকরাও।  প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে পুষ্পার ডায়লগ দিয়ে ভিডিও শেয়ার করেছেন ডেভিড ওয়ার্নার।

Latest Videos

 

 

 

 

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটাররাও পুষ্পা জ্বরে কাবু। পুষ্পা স্টাইলে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন রবীন্দ্র জাদেজা  (Ravindra Jadeja), হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ম্য়াচ চলাকালীনও রবীন্দ্র জাদেজা উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে পুষ্পা স্টাইলে সেলিব্রেশন করেছেন। সেই দলে নাম লিখিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli)। মোহালিতে ভারত-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালীন পুষ্পা স্টাইল অনুকরণ করতে দেখা যায় বিরাট কোহলিকে। যেই ভিডিও  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার পুষ্পা স্টাইলে ধরা দিলেন ডেভিড ওয়ার্নারও। যাতে মজেছে নেট দুনিয়ায় আট থেকে আশি সকলেই। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia