আইপিএল ২০২২ (IPL 2022) -এ সোমবার মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস (DC vs PBKS)। দুই দলই তাদের শেষ ম্য়াচে জয় পেয়েছে। শেষ চারে ওঠার লক্ষ্য টানা দ্বিতীয় জয় পেতে মরিয়া ঋষভ পন্থ ও মায়াঙ্ক আগরওয়ালের দল।
আইপিএল ২০২২-এ সোমবার দুই তরুণ অধিনায়কের লড়াই। একদিকে দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ ও অপরদিকে পঞ্জাব কিংসের মায়াঙ্ক আগরওয়াল। শেষ ম্য়াচে জয় পেয়েছে দুই দল। তবে শেষ চারে ওঠার লড়াইয়ে আজকের ম্যাচ কার্যত ডু অর ডাই। বর্তমানে ১২ ম্যাচে ৬টি জয় নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পন্থের দল। অপরদিকে একই ম্য়াচে সমসংখ্যাক পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে মায়াঙ্ক ব্রিগেড। তাই ২২ গজের লড়াইয়ে এক অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়েও কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। তো ম্য়াচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ-
পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিং শুরুর করবেন কেএস ভরত পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। এছাড়া দলের মিডল অর্ডারে তিন নম্বরে আসতে পারেন অলরাউন্ডার মিচেল মার্শ। তারপর দলের উইকেট রক্ষক ও অধিনায়ক ঋষভ পন্থ। এরপর নামতে পারেন ললিত যাদব ও রভম্য়ান পাওয়েল। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরকে। এছাড়া রয়েছে মিচেল মার্শও। প্রয়োজনে বল করছেন ললিত যাদব ও রভম্য়ান পাওয়েল। দিল্লি দলের অলরাউন্ডার বিভাগ খুবই শক্তিশালী। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে প্রধান ভরসা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। অক্ষর প্য়াটলও রয়েছেন স্পিন অ্য়াটাকে। পেসার হিসেবে দেখা যাবে শার্দুল ঠাকুর, চেতন সাকারিয়া ও আনরিখ নকিয়াকে।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্জাব কিংস দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন জনি বেয়ারস্টো, শিখর ধওয়ান। মিডল অর্ডারে খেলবেন ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন ও মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক)। উইকেট রক্ষক ব্য়াটসম্যান হিসেবে পঞ্জাব দলে খেলবেন জিতেশ শর্মা। দলে অলরাউন্ডারের জায়গায় খেলবেন ঋষি ধওয়ান। স্পিন অ্যাটাকে থাকছেন তারকা লেগ স্পিনার রাহুল চাহার ও হরপ্রীত ব্রার। পঞ্জাবের পেস বোলিং লাইনআপে পেস অ্যাটাকে খেলবেন কাগিসো রাবাডা, অর্শদীপ সিং।
দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। ঋষভ পন্থ ও মায়াঙ্ক আগরওয়ালের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে খুব একটা তফাৎ নেই দুই দলের। দুই দলের সাম্প্রতিক ফর্মও এক। তাই আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। রাতের খেলায় টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও আজকের ম্য়াচে পঞ্জাবকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃDC vs PBKS- দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস, শেষ চারে ওঠার লক্ষ্যে কে করবে বাজিমাত