আইপিএল ২০২২ (IPL 2022) -এ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে দুটি ম্য়াচ খেলে ফেলেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কেকেআরের বিরুদ্ধে অনবদ্য ৬১ রানের ইনিংস খেলেছেন অজি তারকা। এবার ভাইরাল ওয়ার্নারের বাংলা বলার ভিডিও
মজাদার ভিডিও বানানোতে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের (David Warner) জুরি মেলা ভার। লকডাউনের সময় একের পর একক ভিডিও বানিয়ে টিকটক স্টার হয়ে উঠেছিলেন অজি ওপেনার। ইনস্টাগ্রামেও নানা ভিডিও শেয়ার করেন ওয়ার্নার। দক্ষিণ ছবির খুব বড় ভক্তি তিনি। সেখানকার নানা তারকার ভিডিও বানাদে দেখা গিয়েছে ওয়ার্নারকে। বাহুবলী থেকে পুষ্পা রাজ সিনেমার ডায়লগ, দক্ষিণি সিনেমার গানে নাচ, সবকিছুতেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ওয়ার্নার। তবে দক্ষিণ ভারতের প্রতি প্রেমের পাশাপাশি ডেভিড ওয়ার্নার যে বাংলা ভাষাও বলতে শিখছেন সেই কথা অনেকেরই অজানা। এবার সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)) হয়েছে ডেভিড ওয়ার্নাররের আইপিএল (IPL 2022) দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)মাধ্যমে।
দিল্লি ক্যাপিটালস দলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, টিম বাসে বসে সতীর্থদের সঙ্গে বাংলায় কথা বলছেন ডেভিড ওয়ার্নার। তাকে বলতে শোনা গিয়েছে, 'হ্যালো বাডি, হাও আর ইউ, কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি'। নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। অজি তারকার মুখে বাংলা শুনে বিশেষ করে বাঙালি ক্রিকেট প্রেমিরা খুবই খুশি হয়েছেন। উচ্চারণে কিছুটা ইংরেজি টান থাকলেও ওয়ার্নারের বাংলা কথা খুবই মিষ্টি লেগেছে সকলের কাছে। সোশ্যাল মিডিয়ায় আপাতত তুমুল ভাইরাল ডেভিড ওয়ার্নারের বাংলা বলার ভিডিও। ভারতের প্রতি অজি তারকার যে প্রেম এবং এখানকার বিভিন্ন প্রাদেশিক ভাষা শেখার ইচ্ছে ও চেষ্টা কতটা তাই প্রমাণ করে এই ভিডিও।
প্রসঙ্গত, গত মরসুম পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন। কিন্তু বিগত ২ বছর ধরে সাফল্য এনে দিতে না পারা, নিজের অফ ফর্ম নানা কারণে সানরাইজার্স কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব বাড়ছিল ওয়ার্নারের। প্রথমে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, তারপর দল থেকেও বসিয়ে দেওয়া হয়। সানরাইজার্স ছাড়া সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওয়ার্নার। আইপিএল ২০২২-এর মেগা নিলামে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। নতুন দলে যোগ দিয়ে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন তিনি। আইপিএলে আরও রান করতে মুখিয়ে রয়েছেন ওয়ার্নার।
আরও পড়ুনঃবিকিনিতে ভেজা শরীর, নেশায় বুদ নেট দুনিয়া, কার সঙ্গে পুলে সময় কাটাচ্ছেন হার্দিকের বউ