করোনা ভাইরাস সংক্রমণের জেরে প্রায় গোটা পৃথিবী জুড়ে চলছে লকডাউন। যার ফলে বন্ধ সমস্ত স্পোর্টিং ইভেন্ট। ঘরবন্দি অবস্থাতেই জীবন কাটাচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। ভারতীয় ক্রিকেটারদের অবস্থাও একই। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই বন্ধ ঘরোয়া ক্রিকেটও। আইপিএল-এর ভবিষ্যৎও বিশ বাঁও জলে। সময় কাটানোর জন্য সকলে বেছে নিচ্ছেন নান রকম পন্থা। কেউ সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কেউ ব্যস্ত ঘরের কাজে। কেউ আবার নিজের সখ পূরণ করছে নানারকমভাবে। কিন্তু প্লেয়ারদের কী আর খেলার বাইরে মন টেকে। তেমনই অবসস্থা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। লকডাউনের মাঝে তারা চালিয়ে যাচ্ছেন ক্রিকেট। কোচিং দিচ্ছেন নিজস্ব অ্যাকাডেমির জুনিয়র ক্রিকেটারদেরও। শুনে চমকে গেলেন? হতেই পারে লকডাউনের মাঝে অনুশীলন করানোটা কী ঝুঁকিপূর্ণ নয়? অবশ্যই ঝুঁকিপূর্ণ। আর তা ভালমতনই জানেন ধোনি ও অশ্বিন। তাদের অ্যাকাডেমির অননুশীলন চলছে অনলাইনে।
আরও পড়ুনঃকরোনা পরিস্থিতির মধ্যেই ক্রিকেটারদের তিন মাসের বেতন মিটিয়ে দিল বিসিসিআই
কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। এই কথারই আরও এক জলজ্ব্যান্ত উদাহরন স্থাপন করেছেন মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন অশ্বিন। নিজেদের অ্যাকাডেমির ক্রিকেটাররা যাতে নিয়মিত খেলার মধ্যে থাকে, তা নিশ্চিত করতেই অনলাইনে কোচিং দেওয়ার এই উদ্যোগ দুই ক্রিকেটারের। ধোনি ক্রিকেটারদের ব্যাটিংয়ের তালিম দিচ্ছেন নিজের তৈরি এমএস ধোনি অ্যাকাডেমির মাধ্যমে। ওই অ্যাকাডেমির কোচ সত্রাজিত লাহিড়ী জানিয়েছেন, তাঁরা ‘ক্রিকেটার’ নামের একটি অ্যাপ ব্যবহার করছেন। যেখানে ধোনি নিজের ব্যাটিংয়ের ভিডিও আপলোড করছেন। এবং জুনিয়রদের বলা হচ্ছে সেই ভিডিও দেখে অনুশীলন করতে। অনুশীলন শেষে নিজেদের ভিডিও আপলোড করছে জুনিয়ররা। সেই ভিডিও দেখে অ্যাকাডেমির শিক্ষকরা জুনিয়র ক্রিকেটারদের ভুল ত্রুটি শুধরে দিচ্ছেন। এভাবেই চলছে মাহির কোচিং। একইভাবে অশ্বিনও একটি অ্যাপের মাধ্যমে নিজের তৈরি অ্যাকাডেমির ক্রিকেটারদের কোচিং দিচ্ছেন। ধোনি এবং অশ্বিনের এই অভিনব কোচিং দেখে অবাক নেটিজেনরা। ধোনি আর অশ্বিনের এই অভিনব ভাবনা লুফে নিয়েছেন জুনিয়র ক্রিকেটাররা। লকডাউনের মাঝে একা একা হলেও খলার সুযোগ ও তার থেকেই ট্রেনিংয়ের সুযোগ পেয়ে আপ্লুত সকলে। নেটাগরিকদেরও মনে ধরেছে মাহি ও অশ্বিনের এই ডিজিটাল কোচিং ক্যাম্প।
আরও পড়ুনঃলকডাউনে মোবাইল নেটওয়ার্ক পেতে রোজ মগডালে উঠছেন আইসিসির আম্পায়ার