প্রয়াত বেন স্টোকসের বাবা জেড স্টোকস, ভেঙে পড়েছেন ইংল্যান্ড তারকা

  • শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বেন স্টোকসের বাবা
  • দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন জেড স্টোকস
  • মঙ্গলবার প্রয়াত হন নিউজিল্যান্ডের প্রাক্তন রাগবি প্লেয়ার
  • বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ইংল্যান্ড তারকা 

Sudip Paul | Published : Dec 8, 2020 4:07 PM IST / Updated: Dec 08 2020, 09:40 PM IST

অবশেষে দুরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে লড়াই থামল ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের বাবা জেড স্টোকসের। বেশ কিছু মাস ধরে ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রাক্তন রাগবি প্লেয়ার জেড। চিকিৎসা চলছিল তাঁর। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জেড স্টোকসের মৃত্যুর খবর জানিয়েছে নিউজিল্যান্ডের রাগবি ক্লাব ওয়ার্কিংটন টাউন, যাদের হয়ে খেলোয়াড় হিসেবে মাঠে নামা ছাড়াও কোচের ভূমিকাও পালন করেন জেড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

জানা গিয়েছে বেন স্টোকসে খেলা দেখতে যখন দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন জেড স্টোকস। তখনই তিনি অসুস্থতা বোধ করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের বক্সিং ডে টেস্টের ঠিক আগে জোহানেসবার্গের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে প্রাথমিক তিকিৎসা করার পর নিউজিল্যান্ডে ফেরেন জেড। দেশে ফিরে ফের অসুস্থ হয়ে পড়ে তিনি। তারপরই সব পরীক্ষার পর জানা যায় যে, জেড স্টোকসের মাথায় দুটি টিউমার হয়েছে।  চিকিৎসকরা জানান ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

 

 

মারণ ব্যধিতে আক্রান্ত হয়েও ভেঙে পড়েননি জেড স্টোকস। লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। পিতার অসুস্থতার খবর পেয়ে পাকিস্তান সফরের মাঝেই নিউজিল্যান্ডে ফিরে গিয়েছিলেন বেন স্টোকস। বাবার চিকিৎসার সময় পাশে থেকেছেন তিনি। অবশেষে পিতৃহারা হওয়ার খবরে ভেঙে পডেছেম ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। জেড স্টোকসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের রাগবি প্লেয়ার থেকে বেন স্টোকসের সতীর্থরা।

Share this article
click me!