খ্যাতি ও বিতর্ক দুই ছিল সঙ্গী, প্রয়াত পাকিস্তানের প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ

প্রয়াত হলেন পাকিস্তানের (Pakistan) ও আইসিসির (ICC)প্যানেলেরে প্রাক্তন আম্পায়ার অসদ রউফ (Asad Rauf)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। শোকপ্রকাশ ক্রিকেট মহলের। 

আন্তর্জাতিক ক্রিকেটে যে সকল পাকিস্তানি আম্পায়ার সাফল্যের সঙ্গে কাজ করেছেন সাম্প্রতিক সময়ে তাদের  মধ্যে অন্যতম ছিলেন আলিম দার ও আসাদ রউফ।  আম্পায়ারিং দক্ষতা নিজে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আসাদ রউফ। তবে বিতর্ক তাকেও পিছু ছাড়েনি। আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ানো থেকে এক মহিলার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ রয়েছে পাকিস্তানি আম্পায়ারের বিরুদ্ধে। অবশেষে অল্প বয়সেই প্রয়াত হলেন। বুধবার রাতে লাহৌরে নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। প্রাক্তন আম্পায়েরের মৃ্ত্যুর খবর জানিয়েছেন তার ভাই। মৃত্যুকালে বয়স হয়েছিব ৬৬ বছর।  প্রাক্তন আইসিসির এলিট প্যানেল আম্পায়ারের মৃত্যুতে শোকের পরিবেশ ক্রিকেট মহলে। 

আসদ রউফ খুব অল্প সময়ের মধ্যেই আম্পায়ার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।  ১৯৯৮ সালে আম্পায়ারিং করা শুর করেছিলেন অসদ রউফ।  একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারপর ২ বছর ধরে প্রথম শ্রেণির ম্যাচে সাফল্যের সঙ্গে আম্পায়ারিং করা পর ২০০০ সালে প্রথমবার আন্তর্তাকি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন। এরপর ২০০৪ সালে আইসিসি-র ওডিআই প্যানেলে স্থান পেয়েছিলেন। এরপর ধাপে ধাপে উত্থান। তবে ২০১৩ সালে বুকিদের কাছ থেকে উপহার নেওয়ায়  বিতর্কে জড়িয়ে যায় আসাদ রউফের নাম। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।  পাশাপাশি এক মডেলেরে সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ আসে রউফের বিরুদ্ধে। ২০১৬ সালে আইসিসি তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

Latest Videos

ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পরও সম্প্রতি শিরনামে এসেছিলেন আসাদ রউফ। একটি জুতোর দোকানে তাকে জুতো বিক্রি করতে দেদখা গিয়েছিল তাকে। তিনি বলেছিলেন' আমার কর্মচারীদের জন্য এই কাজ করি। ওদের সংসার যাতে চলে, সেটার চেষ্টা করি। কোনও লোভ নেই। অনেক টাকা দেখেছি জীবনে। আমার এক সন্তান বিশেষ ভাবে সক্ষম। আর এক জন সদ্য আমেরিকা থেকে পড়াশোনা করে ফিরেছে। ওদের নিয়েই সময় কেটে যায়। আমি যেটাই করি, সেটার শিখরে পৌঁছনোর চেষ্টা করি। ক্রিকেট খেলার সময়েও তার শিখরে পৌঁছে গিয়েছিলাম। আম্পায়ারিংয়ের সময়েও তাই। এখন দোকানদার হিসেবেও সবার উপরে পৌঁছতে চাই।' তার কয়েক নাসের মধ্যেই এল মৃত্যুর খবর। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে আম্পায়ার  হিসেবে ২৩১টি ম্যাত খেলিয়েছেন আসাদ রউফ। আসাদ রউফের আত্মার শান্তি কামনা করেছেন সকলে।

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি