জো রুট অধিনায়কত্ব ছাড়ার পর পরবর্তী অধিনায়কের নাম স্থির করে ফেলেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board)। ভারতের প্রাক্তন কোচকে দায়িত্ব দিতে চলেছে ইসিবি।
টেস্ট লাগাতার ইংল্য়ান্ড দলের ব্যর্থতার দেরে গত ১৫ এপ্রিল অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন জো রুট। অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে যে তিনি খেলা চালিয়ে যাবেন সেই কথাও জানিয়েছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্য়াটসম্য়ান। কিন্তু একের পর এক টেস্ট সিরিজে হারের পর যে দলটির আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সেই দলের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছিল জল্পনা। ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে লাল বলের ক্রিকেটে যে বেন স্টোকসের সকলের থেকে এগিয়ে রয়েছে সেই কথাও শোনা যাচ্ছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অন্দরে কান পাতলে। অবশেষে সরকারি ঘোষণা না হলেও স্টোকসের হাতেই যে উঠতে চলতে রুটের ছেড়ে যাওয়া ব্য়াটন তা এক প্রকার নিশ্চিৎ।
প্রসঙ্গত, এর আগেও স্টোকস ইংল্যান্ডের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে পাকাপাকিভাবে নেতৃত্বের ব্যাটন আগে হাতে ওঠেনি তাঁর। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই জো রুট টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক খুঁজে নিতে হতো ইংল্যান্ডকে। ফলে স্টোকসকেই যোগ্য ব্যক্তি হিসেবে বেছে নিতে চলেছে ইসিবি। জানা যাচ্ছে দলের দায়িত্ব নিতে তৈরি হয়েছেন স্টোকসও। শুধু তাই নয়, সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী স্টোকস চাইছেন দুই সিনিয়র পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে টেস্টের আঙিনায় ফিরিয়ে নেওয়া হোক। সুতরাং, স্টোকস ক্যাপ্টেন হলে ব্রড-অ্যান্ডারসন জুটি ফের লাইফ-লাইন পেতে চলেছেন। অ্যাসেজে লজ্জার হারের পর ভেঙে পড়েছিলেন বেন স্টোকস। এবার নতুন দায়িত্ব নিয়ে টেস্ট ক্রিকেটে ইংল্য়ান্ডের হারানো গৌরবকে পুনরুদ্ধার করাই লক্ষ্য বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের।
শুধু অধিনায়ক শোনা যাচ্ছে ইংল্য়ান্ড দলের পরবর্তী কোচও ঠিক করে ফেলেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেনের মতো পৃথক কোচও নিয়োগ করতে চলেছে ইসিবি। আর ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে ২০১১ সালে বিশ্বকাপ জেতানো প্রোটিয়া কোচ গ্যারি কার্স্টেন। ইতিমধ্যেই দলের ম্যানেজিং ডিরেক্টর করে আনা হয়েছে রবার্ট কি-কে। আর এবার ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার বিষয়ে কার্স্টেন আগ্রহ প্রকাশ করেছে বলেও শোনা যাচ্ছে। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানস দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন গ্য়ারি কার্স্টেন। শোনা যাচ্ছে ইংল্য়ান্ডের সঙ্গে চুক্তি পাকা হয়ে গেলে পরের মরসুম থেকে আইপিএল দলের দায়িত্ব ছাড়তে পারেন গ্যারি।
আরও পড়ুনঃলাল বলের ক্রিকেটে রাজত্ব করেছে ৮ ভারতীয় তারকা, আইপিএলের মাঝে জেনে নিন সেই ইতিহাস
আরও পড়ুনঃঘরে বউ রেখে বাইরে প্রেম ও সহবাস, এই তালিকায় রয়েছে একাধিক তারকা ক্রিকেটারের নাম
আরও পড়ুনঃআইপিএলের মাঝেই বউ-মেয়েদের ছাড়তে হল ডেভিড ওয়ার্নারকে, কিন্তু কারণটা কী