Harbhajan Singh Retirement: হরভজন সিংয়ের অবসরের পর স্বামীর জন্য কলম ধরলেন স্ত্রী গীতা বসরা

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হরভজন সিং। বিশ্ব ক্রিকেটে এক অন্যতম স্পিনার তিনি। এবার তার অবসরের পর স্বামীর জন্য আবেগঘন পোস্ট শেয়ার করলেন হরভজন পত্নী তথা প্ৰাক্তন বলিউড অভিনেত্রী গীতা বসরা। 

ভারতীয় ক্রিকেটে এক অন্যতন সেরা স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। দীর্ঘ প্রায় ২৩ বছর ক্রিকেট জগতের সঙ্গে যুক্ত তিনি। অবশেষে বৃহস্পতিবার সব ধরণের ক্রিকেট থেকেই নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি। টুইটারে (Twitter) নিজের অবসরের কথা নিজেই ঘোষণা করেন ভাজ্জি। চলতি বছরে আইপিএলের শুরুতে দেখা মিললেও আইপিএলের দ্বিতীয় পর্যায়ে সুযোগ পান নি হরভজন সিং (Harbhajan Singh)। শেষ পর্যন্ত ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি। ভাজ্জির অবসরের পরই তাঁর হয়ে মুখ খোলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President Sourav Ganguly)। হরভজন সিংয়ের কেরিয়ার (Harbhajan Singh's Career) থেকে শুরু করে ব্যাক্তিত্ব, লড়াই, চেষ্টা সব কিছুর ভূয়সী প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার স্বামীর অবসরে তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করলেন স্ত্রী গীতা বসরা (Geeta Basra)। 

শুক্রবার হরভজন সিং (Harbhajan Singh) অবসর ঘোষণার পর টুইটারে স্বামীর হয়ে পরপর ৪টি পোস্ট শেয়ার করেন স্ত্রী গীতা (Geeta Basra)। সেখানে জীবনে চলার পথে নানান ওঠা নামা-সহ বিভিন্ন মুহূর্তের কথা স্মরণ করে হরভজনের (Harbhajan Singh) প্রশংসা করেছেন গীতা (Geeta Basra)। প্রথম পোস্টে তিনি লেখেন, 'আমি জানি সেই কবে থেকেই তুমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলে কিন্তু অবশেষে আজ তুমি এই সিদ্ধান্ত নিতে পেরেছ। আজ আমার বলতে কোনও দ্বিধা নেই যে আমরা সকলে তোমার জন্য, তোমার সাফল্যের জন্য খুব গর্বিত। সামনের দিনগুলোতে আরও হয় তো অনেক ভালো কিছুই অপেক্ষা করে আছে।'

Latest Videos

 

এরপর আরও একটি পোস্ট শেয়ার করে গীতা (Geeta Basra) লেখেন, 'তোমার খেলার মুহূর্তগুলোতে আমি যে আনন্দ উপভোগ করেছি, সেই উত্তেজনা এবং আবেগের মুহূর্তগুলোকে আমি কোনও দিন ভুলবো না।  আমার আজও মনে পরে যখন তুমি খেলতে আর আমরা প্রার্থনা করতাম এবং শেষ পর্যন্ত তোমার জয় এবং তোমার অসাধারণ পারফরম্যান্সের আনন্দ একসঙ্গে উপভোগ করতাম।' 

 

এখানেই শেষ নয়, ক্রিকেট কেরিয়ারে অসাধারণ কৃতিত্বের জন্য স্বামী হরভজনকে শুভেচ্ছা ও জানিয়েছেন গীতা বসরা (Geeta Basra)। টুইটারে তিনি লেখেন, 'এই অভূতপূর্ব ক্রিকেট কেরিয়ারে তোমায় অনেক শুভেচ্ছা। জীবনে সবাই ২৩ বছর ধরে খেলার গর্ব উপভোগ করতে পারে না যা তুমি পেরেছ। আমি অনেক সৌভাগ্যবতী যে তোমার জীবনের এই ওঠা- নামার সাক্ষী হতে পেরেছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি কৃতজ্ঞ যে আমাদের সন্তান হিনায়া তাঁর বাবার খেলা দেখার সুযোগ পেয়েছে।'

 

এরপর শেষের টুইটে কিছুটা অন্য ইঙ্গিত দিয়েছেন হরভজন পত্নী। হরভজন সিংয়ের কেরিয়ারে (Harbhajan Singh's Career) দ্বিতীয় অধ্যায়ের কথা উল্লেখ করেন তিনি। সব শেষে গীতা (Geeta Basra) লেখেন, 'আমি জানি যে কেরিয়ারের শেষটা তুমি যেভাবে পরিকল্পনা করেছিলে ঠিক সেইভাবে হল না। এটা মাথায় রাখতে হবে যে ভাগ্য আমাদের হাতে থাকে না। তুমি সারাজীবন অদম্য দৃঢ়তা এবং আবেগের সাথে মাথা উঁচু করে খেলেছ। তোমায় জীবনের 'দুসরা' অধ্যায়ের জন্য আগাম শুভেচ্ছা। শ্ৰেষ্ঠ কিছু হয় তো এখন ও পাওয়া বাকি।'

 

গীতা বসরার (Geeta Basra) এই মন্তব্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ফ্যান মহলে। তবে এবার ক্রিকেট থেকে অবসর নিয়ে কোন পথে পা বাড়াতে চলেছেন দ্য টার্বানেটর?' কেউ কেউ বলছেন হয় তো এবার রাজনীতিতেই যোগ দিতে পারেন হরভজন সিং (Harbhajan Singh)। যদিও এই মুহূর্তে সেই ধরণের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ভাজ্জি। তাঁর মতে, 'রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব তাঁর কাছে থাকলেও আপাতত এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেন নি তিনি। রাজনৈতিক কেরিয়ার নিয়ে তিনি যখন সিদ্ধান্ত নেবেন তখন তিনি অবশ্যই সকলকে জানাবেন।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন