সেঞ্চুরিয়নে (Centurion) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli)ও ডিন এলগারের (Dean Elgar)দল। টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত ভারতের। ভালো শুরু দুই ওপেনার কেএল রাহুল ( KL Rahul) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal)।
দক্ষিণ আফ্রিকায় (South Africa) টেস্ট সিরিজের (Test Series) শুরুটা ভালোই করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে মুখোমুখি হয়েছে দুই দল। বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। পেস ও বাউন্সি সেঞ্চুরিয়নের উইকেটে বিরাটের সিদ্ধান্ত নিয়ে সাময়ীক প্রশ্ন উঠলেও, দুই ওপেনার কেএল রাহুল (KL Rahul) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal)অনবদ্য ব্যাটিং অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করল। প্রথম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের স্কোর বিনা উইকেটে ৮৩ রান। ক্রিজে ৪৬ রানে ব্যাট করছেন মায়াঙ্ক আগরওয়াল ও ২৯ রানে ব্য়াট করছেন কেএল রাহুল। দ্বিতীয় সেশনেও ধৈর্য্য ধরে ব্যাটিং করে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য বিরাট ব্রিগেডের।
টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম থেকেই ধৈর্য্য নিয়ে ব্য়াটিং শুরু করেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। কোনও তাড়াহুড়ো না করে পিচে থিতু হওয়ার চেষ্টা করেন দুই ভারতীয় ওপেনার। কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডিদের ওপেনিং স্পেল খুব সাবধানে খেলেন দুজন। তারপর আস্তে আস্তে একটিু সেট হওয়ার পর ধীরে ধীরে শট খেলতে শুরু করেন। তবে শট খেলার জন্য বাজে বলের প্রতীক্ষা করেন রাহুল ও মায়াঙ্ক,ঝুঁকিপূ্ণ শটে যাননি তারা। রাবাডা ও এনগিডির স্পেল কাটিয়ে দেওয়ার পর কিছুটা আক্রমণ করেন অপর পেসার মার্কো জানসেনের পর। এদিন কেএল রাহুলের থেকে একটু দ্রুত গতিতে ব্য়াট করেন মায়াঙ্ক আগরওয়াল। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজন। মধ্য়াহ্নভোজ পর্যন্ত ভারতীয় দলের ব্য়াটিংয়ের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, সেঞ্চুরিয়ন টেস্টে ভারতীয় দলের প্রথম একাদসে রয়েছেন ওপেনিংয়ে রয়েছেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। মিডল অর্ডারে রয়েছেন চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি ও ঋষভপন্থ। ব্যাটিং লাইনআপে ৫ নম্বরে অজিঙ্কা রাহানে,শ্রেয়স আইয়র ও হুনুমা বিহারীর মধ্যে কে খেলবেন তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে প্রথম ম্য়াচে রাহানের অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে টিম ম্য়ানেজমেন্ট। অপরদিকে, ৪ বোলার না ৫ বোলারে সেঞ্চুরিয়নে নামবে ভারতীয় দল তানিয়েও হয়েছে অনেক কাটাচেরা। ম্য়াচে ৫ বোলার নিয়েই নেমেছে ভারতীয় দল। পেস বোলিং লাইনআপে খেলছেন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি। দলে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ের পাশাপাশি টেস্ট ক্রিকেটে ব্যাট হাতেও নিজেদের জাত চিনিয়েছেন অশ্বিন ও শার্দুল। ফলে সপ্তম ব্য়াটসম্য়ানের জায়গায় অশ্বিন ও শার্দুলের অলরাউন্ড পারফরমেন্সের উপরই ভরসা রেখেছেন টিম ম্য়ানেজমেন্ট।