GT vs PBKS- গুজরাট টাইটানস বনাম পঞ্জাব কিংস, হার্দিক ও মায়াঙ্কের দ্বৈরথে কে করবে বাজিমাত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মঙ্গলার মুখোমুখি গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংস (GT vs PBKS)। একদিকে জয়ে ধারা ধরে রাখা লক্ষ্য হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে জয়ে ফিরতে মরিয়া মায়াঙ্ক আগরওয়ালের দল।
 

মঙ্গলবার আইপিএল ২০২২-এর মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংস। প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফর্ম করেছে গুজরাট। ইতিমধ্যেই ৯টি ম্য়াচের মধ্যে ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। তবে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া গুজরাট টাইটানস। অপরদিকে, ধারাবাহিকতার অভাব প্রধান সমস্যা মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের। ৯টি ম্য়াচ খেলে ৪টি জিতে লিগ টেবিলের আট নম্বরে রয়েছে পঞ্জাব। ফলে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে হলে লিগ টপারদের বিরুদ্ধে জয় পেতে বদ্ধপরিকর পঞ্জাব কিংস। আরও একটি হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

আত্মবিশ্বারে তুঙ্গে গুজরাট টাইটানস-
একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ লাস্ট ওভার থ্রিলারে যেভাবে জয় পাচ্ছে গুজরাট, তাতে হার্দিক পান্ডিয়ার দলের অশ্বমেধের যজ্ঞের ঘোড়া কোন দল থামাবে তা এখন আইপিএলের কোটি টাকার প্রশ্ন। শেষ ম্য়াচেও আরসিবির বিরুদ্ধে ডেভিড ও রাহুল তেওয়াটিয়া মিলে  দলকে দুরন্ত জয় এনে দিয়েছিল। গুজরাটের ব্যাটিং লাইনআপে রানের মধ্যে রয়েছে হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, রাহল তেওয়াটিয়ারা। শুবমান গিলের ফর্ম ওঠানামা করলেও গত ম্য়াচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। বোলিং লাইনআপে মহম্মদ শামি, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, রাশিদ খান, প্রদীপ সাঙ্গোয়ান সকলেই ছন্দে রয়েছে। সব মিলিয়ে পঞ্জাবের  বিরুদ্ধে মরসুমের নবম জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস।

Latest Videos

জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব কিংস-
অপরদিকে ধারাবাহিকতার অভাব এবারও প্রধান সমস্যা পঞ্জাব কিংস দলের। শেষ ম্য়াচে লখনউকে ১৫৩ রানের মধ্যে বেঁধে রাখলেও সেই রান চেজ করতে পারেনি পঞ্জাব। দলের ব্য়াটিং বিভাগের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালও। মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধওয়ানের মত ভারতীয় তারকারা নিয়মিত রান পাচ্ছেন না। জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোনদের সমস্য়াটাও এক। তবে এখনও দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে দলের। এবার ঘুড়ে দাঁড়াতে না পারলে প্রতিযোগিতার শেষ চারে যাওয়ার আশা অনিশ্চিৎ হয়ে পড়বে। তাই গুজরাটের বিরুদ্ধে সেরাটা দিতে মুখিয়ে রয়েছে পঞ্জাবের ব্য়াটিং লাইনআপ। তবে বল হাতে কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিংরা দলকে ভরসা দিচ্ছেন। সব মিলিয়ে জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব।

পিচ রিপোর্ট-
গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংস ম্য়াচ হতে চলেছে  মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। এখানকার উইকেটে ব্য়াটসম্য়ান ও বোলররাও উভয়ই সাহায্য পেয়ে থাকে। বিশেষ করে নতুন বলে সিম মুভমেন্ট পেয়ে থাকে পেসাররা। তবে ক্রিজে সেট হওয়ার পর ব্য়াটসম্য়ানরা বড় ইনিংস খেলতে পারেন এই মাঠে। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যার বিষয়টি মাথা রাখতে হবে দুই দলের অধিনায়ককে। তাই টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্তকেই সঠিক মনে করা হচ্ছে।

ম্য়াচ প্রেডিকশন-
হার্দিক পান্ডিয়া ও গুজরাট টাইটানস দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা নিজেদের একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। দুই দলের শক্তি-ভারসাম্য-গভীরতা বিচার করলে খাতায় গুজরাট ও পঞ্জাব একই জায়গায় রয়েছে। তবে সাম্প্রতিক ফর্মের নিরিখে পঞ্জাব কিংসের থেকে অনেকটাই এগিয়ে গুজরাট টাইটানস। ফলে আজকের ম্য়াচে হার্দিক পান্ডিয়ার দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃরাসেলের সঙ্গে উদ্দাম যৌনতা, প্রথম গর্ভবতী হয়ে কী করেছিলেন কেকেআর তারকার বউ, দেখুন ছবি

আরও পড়ুনঃপরনে নামমাত্র বিকিনি, যৌনতার আবেদনে কী খুলে ফেলছেন সেটুকুও, দিল্লি ক্যাপিটালস তারকার বউ সত্য়ি নেশা ধরাবে
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
মুম্বইতে বেলডাঙা ইস্যু তুলে মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু, দেখুন | Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
'মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari