জানেন কি ১৫ মার্চ ভারতীয় ক্রিকেটের মাথা তোলার দিন, অন্যদিকে রয়েছে আরও এক ইতিহাস

  • ১৫ ই মার্চ সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ
  • এই দিনেই খেলা হয়েছিল বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ
  • ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছেও দিনটি খুব কাছের
  • ইডেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বক্রিকেটে ভারতের দাপট শুরু হয়েছিল এই দিনে

ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ন দিনের সংখ্যা নেহাত কম নয়। ক্রিকেট ইতিহাসের অজস্র রেকর্ড, নানান ঘটনা যে দিনগুলিতে ঘটে সেগুলি ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। বছরের ওই নির্দিষ্ট দিনগুলিকে তার পরের প্রতিটি বছরে আবার মনে করা হয় ওই বিশেষ ঘটনার জন্য। সেইদিকে থেকে দেখতে গেলে ১৫ ই মার্চ সারা বিশ্বের ক্রিকেটভক্ত এবং ভারতের ক্রিকেটভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। এই দিনটিতে ঘটেছিল এমন কিছু ঘটনা যা বিশ্বের এবং ভারতের ক্রিকেট ভক্তরা চাইলেও ভুলতে পারবেন না। আজ থেকে ১৪৩ বছর আগে এই দিনটিতেই সর্বপ্রথম শুরু হয়েছিল একটি টেস্ট ম্যাচ। তাই বলা যেতে পারে আজ ক্রিকেটের জন্মদিন। একইসাথে সেই বিশেষ দিনটির ১২৪ বছর পর বিশ্ব দেখেছিল টেস্ট ক্রিকেটে ভারতের অবিস্মরণীয় কামব্যাক। 

১৮৭৭ সালে প্রথমবারের জন্য বানিজ্যিক ভাবে অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে পৌঁছেছিল জেমস লিলিহোয়াইটের ইংল্যান্ড দল। এটি আগের মতো কোনো আমন্ত্রণ মূলক টুর্নামেন্ট ছিল না। তখনকার লম্বা যাত্রার ধকলকে সঙ্গে নিয়েই আজকের দিনে টেস্ট খেলতে নেমেছিল ইংল্যান্ড দল এবং সেই ঐতিহাসিক টেস্টে তারা মাত্র ৪৫ রানে অল-আউট হয়ে যায়। ম্যাচটিতে হারতে হয়েছিল ইংল্যান্ডকেই। 

Latest Videos

এদিকে ২০০১ সালে অস্ট্রেলিয়া টানা ১৬ টি টেস্ট জিতে খেলতে নেমেছিল ইডেন গার্ডেন্সে। মুম্বাইতে সিরিজের প্রথম ম্যাচটিও তারা জিতে এসেছিল। স্টিভ ওয়ের সেঞ্চুরির দৌলতে ৪৪৫ রান করে ভারত, এবং ভারতের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৭১ রানে। ফলো অনে ভারতকে আবার ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ম্যাচের মোড় ঘোরে এখান থেকেই। ভি ভি এস লক্ষণ এবং রাহুল দ্রাবিড়ের অসাধারণ ব্যাটিংয়ের দৌলতে অস্ট্রেলিয়ার সামনে ৩৮৪ রানের লক্ষ্য রাখেন ভারত। ২৮১ রান করেন লক্ষণ এবং সেই লক্ষ্যের সামনে মাত্র ২১২ রানে আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের