IPL 2021, MI vs RCB- রোহিত ও বিরাটের লড়াইয়ে এগিয়ে কে, দেখে নিন পরিসংখ্যান

Published : Sep 26, 2021, 05:49 PM IST
IPL 2021, MI vs RCB- রোহিত ও বিরাটের লড়াইয়ে এগিয়ে কে, দেখে নিন পরিসংখ্যান

সংক্ষিপ্ত

আজ আইপিএলে রোহিত বনাম বিরাট। দুবাইতে মুখোমুখি হবে দুই দল। এখনও পর্যন্ত মরুদেশে জয় অধরা দুই দলের। প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া  মুম্বই ও ব্যাঙ্গালোর।

আরব আমিরশাহিত আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে এখনও প্রথম জয়ের স্বাদ পায়নি ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম দুটি ম্যাচেই সিএসকে (CSK) ও কেকেআরের (KKR) বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দলকে। অপরদিকে, একই অবস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers)। প্রথম দুটি ম্য়াচে কেকেআর ও সিএসকের বিরদ্ধে হারতে হয়েছে বিরাট কোহলির দলকে। মরুদেশে প্রথম জয়ের খোঁজে আরসিবি (RCB)। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিরাট কোহলি ও রোহিত শর্নার দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ।

এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, পরিসংখ্যা কিন্তু বলছে বিরাট কোহলির দলের থেকে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার দল। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোট ৩০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৬০ শতাংশের বেশি ম্যাচে জয় পেয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স জয় পেয়েছে ১৯টি ম্য়াচে আর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয় পেয়েছে ১১টি ম্য়াচে। তবে মরুদেশে আইপিএল ২০২১-এ প্রথম জয়ের স্বাদ পাতে আজ বদ্ধপরিকর দুই দল।

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
মোট ম্যাচ- ৩০
মুম্বই ইন্ডিয়ান্স জয়ী- ১৯
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয়ী- ১১

মরুদেশে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে কেকেআরের কাছে ৯২ রানে অলআউট হয়ে লজ্জার হার। দ্বিতীয় ম্যাচে সিএসকের বিরুদ্ধেও লড়াই দিতে ব্যর্থ হয়েছে আরসিবি। বর্তমানে ৯ ম্যাচে ৫টি জয় পেয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির দল। অপরদিকে পরপর দুটি ম্যাচ হেরে চাপে মুম্বইও। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ রানে ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ৯ ম্যাচে চারটি ম্যাচ জিতে লিগ তালিকার ষষ্ঠস্থানে রয়েথে মুম্বই ইন্ডিয়ান্স।

শক্তির বিচারে দুই দল শক্তিশালী হলেও, কিছুটা এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই গভীরতা রোহিত শর্মার দলের অনেকটাই বেশি। আরসিবির ব্যাটিং লাইনআপ মূলত বিরাট-পাড়িক্কল-এবিডি-ম্যাক্সওয়েল নির্ভরশীল। বোলিংয়ে মুম্বইয়ের শক্তি বিশ্বমানের। সব মিলিয়ে আজকে সুপার সানডের দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 


/p>

PREV
click me!

Recommended Stories

IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?
Moeen Ali: ভারত নয়, পাকিস্তানই পছন্দ! প্রাক্তন কেকেআর তারকার চাঞ্চল্যকর সিদ্ধান্ত?